Oil প্রাইস নিম্নমুখী, White House এর oil stockpile বিক্রির প্রস্তাবনা

0
77

Forex Bangla news- U.S. President Donald Trump এর oil stockpile বিক্রির প্রস্তাবনা এর পর Oil প্রাইস কিছুটা নেমে গেছে যেখানে OPEC এবং এর সহ-সংগঠন গুলো তেলের প্রাইসকে গতিশীল করার জন্য তেলের উৎপাদন কমানোর দিকে নজর দিচ্ছিলেন।

Brent crude (LCOc1, টানা 4 দিনের ঊর্ধ্বমুখীর পর আজকে 21 cents কমে ব্যারেল প্রতি $53.66 অবস্থান করছিল (17:42 GMT+6)।

U.S. light crude (CLc1), 19 cents কমে এর অবস্থান ছিল $50.94।

White House এর বরাত দিয়ে জানা যায়, আসন্ন বাজেট এর জন্য U.S. তাদের প্রায় অর্ধেক তেলের মজুদ 688 million-barrel oil stockpile বিক্রির পরিকল্পনা করছে যেটা তাদের আসন্ন বাজেট এর জন্য প্রায় $16.5 billion এর আর্থিক সহায়তা প্রদান করবে।

May 25 এর OPEC সম্মেলনে, Saudi Arabia এবং অন্যান্য তেল উৎপাদনকারী দেশ March 2018 এর জন্য তেলের দৈনিক উৎপাদন 1.8 million barrels (bpd) করার সম্ভাবনা রয়েছে। যেটা গত নভেম্বরের সম্মেলনের থেকে তেলের উৎপাদনের পরিমানের কম হওয়ার কথা।

Kuwait এর তেল মন্ত্রী Essam al-Marzouq, মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেন- “OPEC সহ অন্যান্য তেল উৎপাদনকারীরা এই সপ্তাহের শেষে পরবর্তী ৬ অথবা ৯ মাসের জন্য তেলের উৎপাদন কি পরিমাণ হবে সেটা নিয়ে তারা আলোচনা করবেন”।

Oystein Berentsen, managing director for oil trading company Strong Petroleum in Singapore এর ভাষ্য মতে, President Donald Trump এর oil stockpile বিক্রির প্রস্তাবনা অনেকটা বিস্ময়ের সৃষ্টি করছে। তিনি আরও বলেন এটা তেমন বেশী কছু না তবে এই প্রস্তাবনা Saudi Arabia এর তেলের প্রাইসকে গতিশীল করার চেষ্টাকে ব্যাহত করতে পারে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here