Oil প্রাইস নিম্নমুখী, OPEC-বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ

0
179

Bangla Forex News- শুক্রবার, এশিয়া ট্রেডিং সেশনে OIL তার প্রাইসের নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে।

বৃহস্পতিবারের Vienna তে সভায়, Organization of the Petroleum Exporting Countries (OPEC) এবং non-OPEC সদস্যগন March 2018 পর্যন্ত তেলের উৎপাদন প্রতিদিন 1.8 million barrels (bpd) করাতে একমত পোষণ করেন। সর্বশেষ OPEC সভায় (November 2016) গৃহীত চুক্তি এ বছরের জুন মাসে শেষ হয়ে যাবে।

OPEC এর এই ঘোষণার পর পর Crude oil 5% কমে যায় এবং শুক্রবার সকাল পর্যন্ত প্রাইসের এই নিম্নমুখী ধারা অব্যাহত থাকে।

Brent crude futures (LCOc1), 20 cents অথবা 0.4% কমে (11:00 GMT+6) ব্যারেল প্রতি এর মূল্য হয় $51.26 এই প্রাইস গতকালকের প্রাইসের থেকে প্রায় 20 cents কম।

U.S. West Texas Intermediate (WTI) crude futures (CLc1) আবার $50 প্রাইসের নিচে অবস্থান করছে। আজকে এর অবস্থান 29 cents অথবা  0.6% কম।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here