সম্প্রতি ক্রিপ্টকারেন্সি সম্পর্কিত একটি বিষয়ে আইনগত জটিলতার কারণে U.S. রিজিয়নে পেইজা এর সকল আর্থিক কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, পেইজা এর অফিসিয়াল ওয়েবসাইট www.payza.com অবৈধ ঘোষণা করে বন্ধ করে দিয়েছে আমেরিকার, Homeland Security Investigations নামক প্রতিষ্ঠান। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে, যারা এই Payza এর মাধ্যমে ব্রোকারে টাকা ডিপোজিট করেছেন তাদেরকে অবিলম্বে নিজ নিজ ব্রোকার এর সাথে কথা বলার পরামর্শ প্রদান করা হল।
লক্ষ্য করুন – যদি কোনও কারণে পেইজা এর সার্ভিস বন্ধ করে দেয় হয় তাহলে ব্রোকার থেকে আপনাদের জমাকৃত অর্থ উত্তোলনে সমস্যা দেখা দিতে পারে।
Payza- এখন বাংলাদেশে অনেকেই অনলাইনে কাজ করছেন এবং দিন দিন এর পরিমাণ অনেক বেড়েই চলেছে কিন্তু সমস্যা হচ্ছে, আমাদের দেশে সরাসরি অর্থ নিয়ে আসার কোনও বিশ্বস্ত মাধ্যম নেই। যার কারনে যারা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য অনেকটা হতাশাজনক। কষ্ট করে অর্থ আয় করেন কিন্তু অর্থ নিয়ে আসার সময় সমস্যার শেষ থাকে না। অনেকদিন ধরে PayPal আসবে আসবে বলে শোনা গেলেও তারও কোনও খবর নেই। আদৌ আসবে কিনা সেটা কেউই এখন পর্যন্ত বলতে পারবে না।
যাই হক, Payza বেশ কিছুদিন ধরে আমাদের দেশে তাদের সেবা পরিচালনা করছে যার কারনে ফ্রিল্যান্সারদের হতাশা কিছুটা হলেও কমেছে। অনেকেই আজকাল এটি ব্যাবহার করে বাংলাদেশ থেকে অর্থ উত্তোলন করছেন। আজকে আমরা আলোচনা করবো, কিভাবে এখানে একাউন্ট খুলবেন এবং ভেরিফাই করবেন এই বিষয় সম্পর্কে।
জনপ্রিয় আরও কিছু পেমেন্ট প্রসেসর সম্পর্কে জেনে নিন-
Payza সম্পর্কে –
আজকাল অনেক অনলাইন মার্কেটপ্লেস থেকে সরাসরি পেইজা এর মাধ্যমে অর্থ উত্তোলন করা যায় এবং আপনি অনায়াসে এই অর্থ তুলে নিতে পারবেন। বাংলাদেশে পেইজা সরকার কর্তৃক অনুমদিত এবং বাংলাদেশের যেকোনো লোকাল ব্যাংক থেকে আপনি পেইজা এর অর্থ সরসরি উত্তোলন করতে পারবেন। এর জন্য আমাদের দেশে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এছারাও, আপনি যেকোনো সময় আপনার পেইজা ব্যালেন্স থেকে অর্থ আপনার ফোনে রিচার্জও করে নিতে পারবেন। তাছাড়া, পেইজা ব্যাবহার করে এখন আপনি আমাদের দেশ থেকে কেনাকাটাও করতে পারেন। আমাদের দেশের বিভিন্ন অনলাইন শপগুলো এখন সরাসরি পেইজা সাপোর্ট করে থাকে।
Payza একাউন্ট কিভাবে খুলবেন?
খুবই সহজ একটি পক্রিয়া। আপনি প্রথমে নিচের ছবিতে লিখা “Sign Up Now” এ ক্লিক করুন। ক্লিক করার পর পেইজা এর ওয়েবসাইট ওপেন হবে। আপনি এবার সেখান থেকে “Sign up” এ ক্লিক করুন। সেখানে দেখবেন আপনাকে দুই ধরনের একাউন্ট এর ধরনে সম্পর্কে বলা আছে। আপনি “Open Your Free Personal Account” এই বাটনে ক্লিক করুন।
এখন দেখবেন আপনার সামনে নতুন একটি ফর্ম এসেছে। এইখানে – Bangladesh, আপনার সম্পূর্ণ নাম (NID/Passport অনুযায়ী), ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিচের “Get Started” বাটনে ক্লিক করুন। তাহলেই আপনার পেইজা একাউন্ট খুলে যাবে। আপনি আপনার ইমেইল আইডিতে একটি ভেরিফিকেশন ইমেইল পাবেন যা আপনাকে ক্লিক করে কনফার্ম করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমরা ফর্ম এর একটি চিত্র দিয়েছি।
এবার আপনি আপনার একাউন্টে লগইন করুন। লগইন করার পর, উপরের বা পাশে আপনার নাম দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে “Personal Information” নামের একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনি আপনি সমস্ত তথ্য প্রদান করবেন। যেমন, আপনার ফোন নাম্বার, বাসার ঠিকানা, আপনি কি করেন, জন্ম তারিখ ইত্যাদি।
এবার , আবার আপনার নামের পাশে ক্লিক করলে নিচে “Verification” নামের একটি বাটন পাবেন যেখানে আপনাকে আপনার তথ্য ভেরিফাই করার জন্য ব্যাবহার করতে হবে। এই পর্যায়ে আপনাকে, NID/Passport/Driving License এর ছবি আপলোড করতে হবে এবং আপনার ঠিকানা ভেরিফাই করার জন্য আপনার Bank Statement/ Utility Bill/ Tex Certificate যেকোনো একটি আপলোড করতে হবে। সব শেষ আপনাকে আপনার একটি ছবি তুলে আপলোড করতে হবে।
ভেরিফাই হয়ে গেলে আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পাবেন অথবা যদি ভেরিফাই না হয় তাহলেও আপনাকে ইমেইলে জানিয়ে দেয়া হবে।
Payza ব্যাবহারের বিভিন্ন চার্জ সমূহ-
Payza ব্যাবহারের বিভিন্ন চার্জ সমূহ- | ||
---|---|---|
Open an Account | বিনামূল্যে | বিনামূল্যে |
Receive Funds in BTC | 1.2 % | 1.2 % |
Receive Funds* | 20 BDT for Taka transactions or 2.90 % + 0.30 USD for foreign currency transactions | 3.5% for Taka transactions or 2.90 % + 0.30 USD for foreign currency transactions |
Send Funds | বিনামূল্যে | বিনামূল্যে |
অর্থ ডিপোজিট এর চার্জ সমূহ- | ||
Over the Bank Counter | বিনামূল্যে | বিনামূল্যে |
Bank Wire | $8.00 USD | $8.00 USD |
Credit Card | 3.50 % | 3.50 % |
Bank Transfer | ||
অর্থ উত্তোলনের চার্জ সমূহ- | ||
Over the Bank Counter | 50.00 BDT | 50.00 BDT |
Bank Wire | $15.00 USD | $15.00 USD |
Credit Card |
Less than $5,000.00 USD
Rate per transaction: $8.00 USD |
Less than $5,000.00 USD
Rate per transaction: $8.00 USD |
Bitcoin – From BTC | 0.001 BTC | 0.001 BTC |
Bitcoin – From Fiat Currency | 2.00 % | 2.00 % |
Bank Transfer | 240.00 BDT*** | 240.00 BDT*** |
মুদ্রা বিনিময় হার- | ||
Foreign exchange ** | 2.5 % | 2.5 % |
*Credit card payments will start at 6.99 % + $ 0.65 receiving fee * Interact payments will start at 2.5% + 0.79 receiving fee
* Note: Higher fees apply to some industries: 3.50 % for receiving funds. ** For currency conversion within a transaction, the foreign exchange rate includes 3.5% over the wholesale exchange rate at which we buy our currencies. For manual currency conversion, the rate includes 2.5% over the wholesale exchange rate. Exchange rates are adjusted regularly. *** To comply with the Central Bank of Bangladesh Directive, you may not have a Bangladeshi Taka (BDT) Balance. BDT will only be used for performing Bank Transfer Withdrawals. Last Update 25 July 2017 |
All
[…] করার সুবিধা রেখছে। যেমন, Neteller, Skrill, Payza, Excard, Internal Transfer আরও বেশ কিছু মাধ্যম। তবে […]
verify করার আগে কি টাকা লেনদেন করা যাবে?
কমেন্ট এর জন্য ধন্যবাদ। পাইজা এখন থেকে আর সার্ভিস পরিচালনা করছে না। যার কারনে এর বিপরীতে আমরা সবাইকে স্ক্রিল ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। লিংক – https://fxbd.co/skrill