Rectangle চার্ট প্যাটার্ন কিভাবে ব্যবহার করবেন?

12
1604
Rectangle Chart Pattern

Rectangle Chart Pattern গঠিত হয় যখন মার্কেট প্রাইস একটি একটি সমান্তরাল সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে ঘুরতে থাকে। অর্থাৎ প্রাইস Buyer কিংবা Seller কার দিকে যাবে এই বিষয়ে অনিশ্চায়তা এর কারণে এই Rectangle চার্ট প্যাটার্ন গঠিত হয়। প্রফেশনাল ট্রেডাররা এই প্যাটার্ন ব্যাবহার করে ব্রেকআউট ট্রেডিং করে থাকেন। এই আর্টিকেল থেকে আমরা শিখবো কিভাবে এই ট্রেড করবেন।

Rectangle Chart Pattern সূত্র

এই ধরনের চার্ট প্যাটার্নে মার্কেট প্রাইস একটি সমান্তরাল সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে ঘুরতে থাকে অর্থাৎ, যেকোনো একদিকে ব্রেকআউট করার আগে এটি সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে বারবার হিট করতে থাকে।

Rectangle Support and Resistanceউপরের চিত্র থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, মার্কেট প্রাইস একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে যা একটি অন্যটির সমান্তরাল

– ভিডিও টিউটোরিয়াল –

যারা স্কাল্পিং করে থাকেন এই ধরনের ট্রেডাররা এই লেভেলের মধ্যে থেকে বাই এবং সেল এন্ট্রি নিয়ে ট্রেড করেন। তবে আমরা আপনাদের পরামর্শ দিব, এই ধরনের স্থানে ট্রেড নেয়ার কোনও প্রয়োজন নেই। যতক্ষণ পর্যন্ত প্রাইস একটি নির্দিষ্ট দিকে মুভ না করবে (সাপোর্ট অথবা রেসিস্টেন্স না ভাঙবে) ততোক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন।

মনে রাখবেন, আপনি যখন Rectangle চার্ট প্যাটার্ন, আপনার চার্টে দেখতে পাবেন তখন চিন্তা করবেন প্রাইস কোনদিকে মুভ করতে পারে। THINK OUTSIDE THE BOX!

Bearish Rectangle Chart Pattern

এটি গঠিত হয় একটি ডাউনট্রেন্ড এর সময়। বড় কোনও ডাউনট্রেন্ডে, অনেক সময় দেখা যায় প্রাইস একটি স্থানে এসে ঘুরতে থাকে।এর প্রধান কারণ হচ্ছে, Seller তখন ওই কারেন্সি পেয়ারকে আরও নিচে নামানোর জন্য একটু সময় নেয়। নিচের চিত্রটি লক্ষ্য করুন,

Bearish Rectangle after a Downtrendএই চার্টে, প্রাইস একটি বড় ডাউনট্রেন্ড থেকে আসার পর একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে। প্রাইস একটু পর সাপোর্ট লেভেলকে ভেঙ্গে আরও নিচে নেমে আসে। নিচের চিত্রটি লক্ষ্য করুন-

Bearish Rectangle and Breakdownপরামর্শঃ যখন প্রাইস সাপোর্ট লাইনের নিচে চলে আসবে, তখন অনুমান করে নিবেন প্রাইস Rectangle এর সমপরিমান আরও নামবে।

Bullish Rectangle Chart Pattern

আমরা কিছু আগে একটি বেয়ারিশ Rectangle চার্ট প্যাটার্ন এর আলোচনা করেছি। এখন আমরা দেখবো কিভাবে আপনি একটি বুল্লিশ Rectangle চার্ট প্যাটার্ন দিয়ে ব্রেকআউট ট্রেডিং করবেন।

এটি গঠিত হয় একটি আপট্রেন্ড এর সময়। বড় কোনও আপট্রেন্ডে, অনেক সময় দেখা যায় প্রাইস একটি স্থানে এসে ঘুরতে থাকে। এর প্রধান কারণ হচ্ছে, Buyer তখন ওই কারেন্সি পেয়ারকে আরও উপরে উঠানোর জন্য একটু সময় নেয়। নিচের চিত্রটি লক্ষ্য করুন,

Bullish Rectangle after an Uptrend

এই চার্টে, প্রাইস একটি বড় আপট্রেন্ড থেকে আসার পর একটি নির্দিষ্ট সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলের মধ্যে রয়েছে। প্রাইস একটু পর রেসিস্টেন্স লেভেলকে ভেঙ্গে আরও উপরে উঠে যায়। নিচের চিত্রটি লক্ষ্য করুন-

Bullish Rectangle Chart Pattern after Breakout


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

12 কমেন্ট

    • আমাদের সাথে থেকে মতামত প্রদানের জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে শিখার কোনও শেষ নেই। যতদিন যাবে ততবেশি শিখবেন এবং জানবেন। আশা করছি বর্তমানের মতন করে ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন।

  1. ধন্যবাদ নতুন একটা পদ্ধতি জানলাম । আশা করি সামনে আরো নতুন নতুন তথ্য পাবো ।

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। যতদিন যাবে, ততবেশী শিখবেন। এটিই হচ্ছে ফরেক্স মার্কেট। আশা করছি সাথেই থাকবেন আমাদের।

  2. খুবই ভাল গেলেছে।কিন্তু আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বুঝতে পারবো কি ভাবে?

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। সাপোর্ট-রেসিস্টেন্স লেভেল সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন -https://www.fxbangladesh.com/support-and-resistance/

  3. খুবই ভাল লেগেছে।তার কারন আপনারা এতো বড় একটা উদ্দোগ নিয়েছেন আমার খুব ভালো লাগলো।আসা করি আপনাদের কাছ থেকে অনেক কিছুই শিখতে পারবো

    • আপনার মতামত প্রদানের জন্য ধন্যবাদ।
      আমরা চেষ্টা করছি আরও কিছু সেবা আপনাদের জন্য নিয়ে আসার যা ব্যবহার এর মাধ্যমে ভালো করে ট্রেড শিখতে এবং জানতে পারেন। ট্রেডিং সম্পর্কিত যেকোনো ধরনের সহায়তার জন্য আমাদের জানাবেন আশা করি।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here