Risk Management, ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পৃক্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা প্রায়ই আপনাদের কাছ থেকে জানানোর অনুরোধ পেয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এটি কেন এত বেশী গুরুত্বপূর্ণ? এখানে আমরা সবাই ট্রেডার এবং আমরা সবাই ফরেক্স ট্রেডিং করতে উৎসাহী! যার অর্থ হচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে প্রফিট করা, যদি সহজ অর্থে বলে টাকা কামানো। এই টাকা উপার্জনের আগে আমাদের শিখতে হবে এই কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন রিস্ক/ঝুঁকি সম্পর্কে। বেশীরভাগ ফরেক্স ট্রেডারের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়, তারা নিজেদের ট্রেড নিয়েই বেশী চিন্তিত থাকেন কিন্তু নিজ নিজ ট্রেডিং একাউন্ট এর সাইজ সম্পর্কে কোনও চিন্তাই করেন না। যদি সহজ কথায় বলি, Risk Management হচ্ছে, আপনি কোনও ট্রেডে এন্ট্রি নেয়ার পরে কতটুকু লস বহন করতে পারবেন সেটি নির্ণয় করে নেয়া।
অন্যদিকে আরও একধরনের বিনিয়োগ মাধ্যম রয়েছে যাকে বলা হয় জুয়া/GAMBLING ।
এই ধরনের বিনিয়োগ এর ক্ষেত্রে কোনও ধরনের চিন্তা ভাবনা কিংবা এনালাইসিস করার প্রয়োজন পরে না। শুধুমাত্র টাকা লাগাবেন, জিতবেন কিংবা হারবেন। একদম সহজ একটি বিষয়। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, রিস্ক ম্যানেজমেন্ট এর সাথে এই জুয়ার সম্পর্ক কি?
একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনি যখন ফরেক্স ট্রেড করার জন্য কোনও এন্ট্রি নেন তখন আপনাকে অবশ্যই নিজ ব্যালেন্স এবং একাউন্ট সাইজ অনুসারে ওই এন্ট্রির জন্য কতটুকু লস বহন করতে পারবেন সেটা নির্ণয় করে নিতে হয়।
আপনি যখন কোনও ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ছাড়াই কোনও ট্রেডে এন্ট্রি নিয়ে নেন, সেটার অর্থ হচ্ছে আপনি ট্রেড করছেন না- “ফরেক্স ট্রেডিংকে জুয়ায় পরিণত করে ফেলেছেন”।
একটি পারফেক্ট Risk Management যে শুধু আপনার ব্যালেন্স এর সুরক্ষা প্রদান করবে তাই নয় এটি লংটার্ম ট্রেড করার ক্ষেত্রেও আপনাকে অনেক বেশী প্রফিটও প্রদান করবে। কিন্তু আপনি যদি মনে করেন, ভাই এত কিছু জানা কিংবা শিখার সময় নেই, আমি শুধুই “জুয়া খেলার মতন” এন্ট্রি নিবো এবং প্রফিটে ক্লোজ করবো তাহলে অনুগ্রহ করে নিচের উদাহরণটি ভালো করে লক্ষ্য করুন-
মানুষজন বিভিন্ন ক্যাসিনোতে কেন যায়? তাদের টাকা দিয়ে জুয়া খেলার জন্য! এই আশায় যে তারা হয়তোবা আজকে জিতে অনেক বড় অঙ্কের অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারবে। মাঝে মধ্যে সেটা হয়ও।
এখন প্রশ্ন হচ্ছে, যদি অনেক ব্যক্তি জুয়া খেলায় জিতে যায় তাহলে যারা ক্যাসিনো পরিচালনা করেন তারাই বা কিভাবে টাকা উপার্জন করেন? এখানে একটি প্রবাদ কাজ করে “the house always wins” । যেই জিতুক না কেন, দিন শেষে প্রফিট হবে ক্যাসিনো কিংবা এর মালিক এরই।
যদি মামুন নামক একজন ব্যাক্তি একটি জুয়ায় ১০,০০,০০০৳ জিতে যায়, তাহলে সেখানে আরও শত শত মামুন রয়েছেন যারা খেলায় জয়ী হতে পারেন নি যার ফলে দিন শেষে টাকা ক্যাসিনোতেই থেকে গেলো।
আপনাদের সাথে এই উধারনটি দেয়ার প্রধান কারণ হচ্ছে, Risk Management এর গুরুত্ব সম্পর্কে আপনাদের বোঝানো। আপনি যদি শিখতে পারেন, কিভাবে নিজের লস এর পরিমাণকে নিয়ন্ত্রন করা যায় তাহলে, ভবিষ্যতে প্রফিটে থাকার সম্ভাবনাও অনেক বেশী পরিমাণ থাকবে।
সবশেষে বলতে হয়, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে- আপনাকে অতি ক্ষুদ্র বিষয়গুলোকেও নিজের অনুকূলে নিয়ে আসতে হবে কারণ, আপনি নিজে ট্রেডে যত বেশী পারফেক্ট থাকবেন আপনার লস এর পরিমাণও তত বেশী কমে আসবে। FXBangladesh.com এর সম্পৃক্ত সকলই জানেন, ফরেক্স মার্কেটে প্রফিট করার জন্য কোনরূপ কষ্ট করতে হয় না। কষ্ট করতে হয়, কেবল ব্যালেন্সটাকে টিকিয়ে রাখা। আমরা সবসময়ই বলি, প্রফিট এর পিছনে না ছুটে, লস এর হার কিভাবে কমানো যায় সে বিষয়ে চিন্তা করেন। তাহলে দেখবেন দিন শেষে প্রফিট এর পাল্লা স্বয়ংক্রিয়ভাবে বেশী হয়ে যাবে। অন্যথায়, অবস্থা হবে নিচের প্রদর্শিত ছবির মতন।
এখন মতামত আপনার! আমাদের সাথে থেকে পর্যাপ্ত জ্ঞান নিয়ে ফরেক্স ট্রেডিং করবেন নাকি অন্ধের মতন কোনও দিক চিন্তা না করেই জুয়া খেলা শুরু করবেন? যদি মনে হয়, শিখবেন তাহলে আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী আর্টিকেলগুলোতে আরও মনোযোগী হয়ে পড়তে থাকুন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।
I expected you to discuss about 1% rule under risk management! Would you please add another post in this section?
Thanks for your Comment. We will add another article about your mentioned topic very soon. Please stay with us and being updated always.