RSI Indicator কিভাবে ব্যবহার করবেন?

9
8773
RSI Indicator

ফরেক্স ট্রেডিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ইন্ডিকেটর হচ্ছে RSI Indicator । যারা রিয়েল ট্রেড করছেন, তাদের মধ্যে প্রায় ৮০ ভাগই এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকেন। আজকের আর্টিকেলে এই ইন্ডিকেটরটির বিস্তারিত তথ্য এবং কিভাবে এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন সেটি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।

অনুগ্রহ করে আর্টিকেলটি ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। যদি বিস্তারিত বুঝতে কোনও সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে জানবেন কিংবা আমাদের ইমেইলও করতে পারেন।

RSI = Relative Strength Index

RSI Indicator টি কিভাবে কাজ করে, কিভাবে এটি ব্যবহার করে ট্রেড করবেন, এন্ট্রি গ্রহন কিভাবে করবনে, বিস্তারিত বিষয়গুলো ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।

RSI Indicator- অনেকটা stochastic এর মতন কাজ করে অর্থাৎ এটিও মার্কেটের Overbought এবং Oversold কন্ডিশন নির্দেশ করে। এটিরও একটি পরিমাপক স্কেল রয়েছে যার ভেলু 0-100 পর্যন্ত হয়ে থাকে।

যখন রিডিং 30 এর নিচে চলে আসে তখন এটি আপনাকে Oversold এবং যখন রিডিং 70 এর উপরে চলে যায় তখন আপনাকে Overbought কন্ডিশন নির্দেশ করে।

ফরেক্স ট্রেডে ব্যবহৃত আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর সমুহ,

RSI Indicator- ব্যবহার করে কিভাবে ট্রেড করবেন?

RSI Indicator কে অনেকটা Stochastic এর মতন করে ব্যাবহার করা যেতে পারে। ট্রেডাররা সবচেয়ে বেশী ব্যাবহার করে মার্কেটে কন্ডিশের উপর ভিত্তি করে সবচেয়ে ভালো পজিশনে ট্রেড এন্ট্রি নেয়ার জন্য।

অর্থাৎ, আমরা Overbought এবং Oversold এর কথা বলছি। নিচে EURUSD-H4 এর চার্টটির দিকে লক্ষ্য করুন,
EURUSD এই সপ্তাহে সেল (Sell) পজিশনে আছে যা বিগত ২ সপ্তাহ ধরে টোটাল 400 pips নিচে নেমে এসেছে।

জুনের ৭ তারিখ পর্যন্ত, এটি 1.2000 নিচে রয়েছে। এখন আমরা দেখতে পারছি যে RSI রিডিং 30 এর নিছে নেমে এসেছে এবং RSI আমদেরকে একটা পসিবল বায় (Buy) ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। যার মানে হচ্ছে মার্কেটে আর কোন Seller অবশিষ্ট নেই এবং মার্কেট যেকোনো সময় কয়েক সপ্তাহের জন্য বায় (Buy) ট্রেন্ডে উঠতে পারে।

RSI Indicator- ব্যবহার করে মার্কেট ট্রেন্ড নির্ধারণ

RSI Indicator খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর যা ট্রেন্ড ফরমেশন কনফার্ম হবার জন্য ব্যাবহার করা হয়। মার্কেটে যদি আপনার কখনও মনে হয় নতুন কোন ট্রেন্ড তৈরি হচ্ছে তাহলে আপনার RSI Indicator এর রিডিংটা একবার দেখে নিতে হবে যে এটা 50 এর উপরে আছে নাকি 50 এর নিচে রয়েছে। যদি আপনার মনে হয় একটি পসিবল আপট্রেন্ডে্র (Buy) সম্ভাবনা রয়েছে তাহলে শিউর হয়ে নিবেন RSI এর রিডিং 50 এর উপরে রয়েছে কিনা।

আর যদি আপনার মনে হয় একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা আছে তাহলে দেখে নিবেন RSI এর রিডিং 50 এর নিচে আছে নাকি।

চার্টের শুরুতে আমরা দেখেছিলাম একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা তৈরি হচ্ছিলো। Fake outs থেকে বাচার জন্য আমরা RSI Indicator এর রিডিং 50 এর নিচে নামার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারি। ভালো করে শিউর হবার জন্য আমরা দেখব RSI Indicator এর রিডিং 50 ক্রস করেছে কিনা, যদি করে থাকে তাহলে এটা আমদের একটা ভালো সেল (Sell) এর নির্দেশনা দিবে।

টেকনিক্যাল এনালসিস করার জন্য ইন্ডিকেটরের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এ জাতীয় আরও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইন্ডিকেটর সমূহ সম্পর্কে বিস্তারিত তথ্যাদি সম্পর্কে জানার জন্য অনুগ্রহ করে আমাদের বিশেষায়িত ট্রেনিং পোর্টালের ইন্ডিকেটর ট্রেনিং কোর্সে অংশ নিয়ে জেনে নিতে পারেন।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেলStochastic Indicator কিভাবে ব্যবহার করবেন?
পরবর্তী আর্টিকেল5 Things to Watch on the Economic Calendar
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

9 কমেন্ট

  1. RSI indicator 50 এর উপরে গেলে কত মিনিটের আপ মিনিটের ট্রেড নিলে WIN হওয়া যাবে

    • শুধুমাত্র ইন্ডিকেটরের উপর নির্ভরশীল হয়ে ট্রেড করে, প্রফিট করা সম্ভব নয়। আমরা ইন্ডিকেটর ব্যবহার করি, নিজেদের অ্যানালাইসিস মোতাবেক, মার্কেট কি পজিশনে রয়েছে সেটি যাচাই করার জন্য। অন্য কিছু নয়। পরামর্শ থাকবে, আপনার ট্রেডিং কৌশল অনুসারে RSI ব্যবহার করে দেখুন। কিভাবে ব্যবহার করলে, প্রফিট করতে পারবেন। তাহলে নিজেই বুঝতে পারবেন আশা করছি।

    • কমেন্ট এর জন্য ধন্যবাদ। প্রতিটি ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন MT4 কিংবা MT5 এই ইন্ডিকেটর দেয়া থাকে সেখান থেকে Insert > Indictor > Custom > Relative Strength Index সেট করে নিন। তারপরও যদি কোনও সমস্যা হয় তাহলে [email protected] ইমেইল করে জানাবেন।

  2. আমি বাইনারি অপশন করতে চাই। কিন্তু বুঝে উঠতে পারছি না কিভাবে শুরু করবো।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here