SuperForex Broker পরিচিতি
SuperForex Broker- আমাদের দেশে অনেক জনপ্রিয় একটি ব্রোকার। বিভিন্ন ধরনের বোনাস, ট্রেডিং ইন্সট্রুমেন্ট, লিভারেজ এর সুবিধার কারনে বাংলাদেশের অনেকেই এই ব্রোকারে ট্রেড করে থাকেন। আমরা আগেও আপনাদের কিছু ব্রোকার এর সাথে পরিচয় করিয়ে দিয়েছি। আজকে আমরা আপনাদের জনপ্রিয় এই ব্রোকারের সাথে পরিচয় করিয়ে দেয়ার চেষ্টা করবো। আশা করি এই আর্টিকেলটি আপনাদের ভাল লাগবে।
SuperForex Broker কেমন?
ফরেক্স ব্রোকার হিসাবে SuperForex আমাদের দেশে বেশ পরিচিত। বেশ কিছুদিন ধরে এই ব্রোকার আমাদের দেশে তাদের সার্ভিস প্রদান করে আসছে। আমদের পরিচিত কিছু ট্রেডার বর্তমানে এই ব্রোকারে ট্রেড করছেন এবং তারাও বেশ খুশী।
SuperForex এটি মুলত একটি মাইক্রো লটের ব্রোকার। তার মানে হচ্ছে এই ব্রোকারে ট্রেড করলে প্রতি ১ লটের একটি ট্রেডের জন্য আপনার প্রফিট/লসের পরিমাণ হবে পিপ্স প্রতি $1। এছারাও এই ব্রোকার আপনাকে অন্যান্য বিভিন্ন ধরনের ট্রেডিং একাউন্ট খোলার সুবিধা প্রদান করে থাকে।
ফরেক্স মার্কেটে এই ব্রোকারের সবচেয়ে বেশী জনপ্রিয়তার মূল কারন হচ্ছে এর ট্রেডিং এক্সিকিউশন টাইম। আমাদের দেখা অন্যান্য ব্রোকারের মধ্যে এই ব্রোকারের ট্রেডিং এক্সিকিউশন টাইম খুবই ফাস্ট। অর্থাৎ, আপনার প্রদেয় ট্রেড requote হবার সম্ভাবনা খুবই কম।
ফরেক্স ব্রোকার সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ আর্টিকেল সমূহ-
- Instaforex Broker পরিচিতি
- IQ Option ব্রোকার পরিচিতি
- WesternFX Broker পরিচিতি
- $500 নো ডিপোজিট বোনাস
- বাংলাদেশে সবচেয়ে ভালো ফরেক্স ব্রোকার কোনটা
- বাংলাদেশে কি কোথাও ফরেক্স এর অফিস আছে?
- ফরেক্স ব্রোকার কয় ধরনের হয়ে থাকে?
কিভাবে ট্রেডিং একাউন্ট খুলবেন?
এই ব্রোকারে ট্রেডিং একাউন্ট ওপেন করা খুবই সহজ। আপনি শুধুমাত্র আপনার ইমেইল দিয়ে প্রাথমিক পর্যায়ে একাউন্ট ওপেন করে নিতে পারবেন। ভেরিফিকেশন বাধ্যতামূলক নয় কিন্তু আমরা আপনাকে বলবো অবশ্যই একাউন্ট ভেরিফাই করে নিবেন।
ট্রেডিং টার্মিনাল
SuperForex Broker তাদের ব্যবহারকারীকে MT5 প্ল্যাটফর্মে ট্রেড করার সুবিধা প্রদান করে থাকে। আপনি এই ব্রোকারের সাথে Windows/Mac OS MT4 এবং স্মার্টফোন (Android/IOS) এসব ডিভাইসে ট্রেড করতে পারবেন।
রেগুলেশনস
এটি একটি রেগুলেটেড ফরেক্স ব্রোকার। এখানে আপনি জানতে পারবেন এই ব্রোকারের রেগুলেশন সম্পর্কে।
-
-
- SuperForex is Regulated by INTERNATIONAL FINANCIAL SERVICES COMMISSION (IFSC)- Licence number: No. IFSC/60/292/TS/16
- Supervised and regulated by the authorities of Saint Vincent and the Grenadines under the International Business Companies (Amendment and Consolidation) Act, number of trademarks: 014199831
- SuperForex is Regulated by INTERNATIONAL FINANCIAL SERVICES COMMISSION (IFSC)- Licence number: No. IFSC/60/292/TS/16
-
পেমেন্ট অপশন
SuperForex Broker প্রায় সব ধরনের পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে যেমন, Neteller, Skrill এছাড়াও আপনি একাউন্ট টু একাউন্ট ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
এই আর্টিকেলগুলো আপনাকে অর্থ ডিপোজিট এবং উত্তোলন করতে সাহায্য করবে-
ডিপোজিট বোনাস
SuperForex Broker বিভিন্ন সময় তাদের ট্রেডারদের বিভিন্ন ধরনের ডিপোজিট বোনাস প্রদান করে থাকে। আপনি অনেয়াসেই এই বোনাস গ্রহন করে ট্রেড করতে পারবেন। এই বোনাসগুলোর মধ্যে কিছু ট্রেডেবল বোনাস আবার কিছু সাধারন বোনাস। এইসব বোনাসের মধ্যে রয়েছে ডায়নামিক বোনাস, এনার্জি বোনাস, নো ডিপোজিট বোনাস, ওয়েলকাম বোনাস, হট বোনাস ইত্যাদি। ট্রেডেবল বোনাসগুলোর মধ্যে আপনি শর্ত সাপেক্ষে বোনাস এমাউন্ট উত্তোলনও করতে পারবেন। অনুগ্রহ করে আপনি বোনাস গ্রহন করার পূর্বে ভালো করে বোনাস এগ্রিমেন্ট ভালো করে পড়ে নিবেন।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।