Multiple Time Frame Analysis করে কিভাবে ট্রেডে এন্ট্রি নিবেন?

0
1054

আপনারা সবাই জানেন যে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অনেকগুলো Time Frame রয়েছে। অনেকেই আমাদের কাছে প্রশ্ন করনে বা জানতে চান যে কোন টাইম ফ্রেমে ট্রেড করলে আপনার জন্য ভাল হবে, কিভাবে মার্কেটে এন্ট্রি নিবেন, কিভাবে বের হবেন। সেই বিষয়েই আপনাদের কিছু নির্দেশনা দেওয়ার জন্যই, fxbangladesh.com এর আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে – “কিভাবে একাধিক টাইম ফ্রেম পর্যালোচনা করে, উপযুক্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বের করবেন।”

আজকের আর্টিকেল থেকে আপনারা শুধু Time Frame সম্পর্কেই জানবেন না, আরও বুঝতে পারবেন যে কিভাবে ক্যান্ডেল চার্টকে ছোট-বড় (Zoom in-Zoom out) করে পুরনো ক্যান্ডেলকেও কিভাবে হিসেব করতে হয়। এগুলো বুঝবার আগে, প্রথমে আপনার নিজেকে প্রস্তুত করতে হবে, খুব কঠিন কিছু নয়। কি ভাবছেন, এমন জটিল বিষয়ের আর্টিকেল পড়বেন না! ভীত-চিন্তিত হবার মত কিছু নেই, এটি খুবই সহজ বিষয়। আমি নিশ্চিত, আর্টিকেল শেষে, ব্যাপারটি আপনি এটি খুব সহজেই বুঝতে পাড়বেন। আপনি প্রস্তুত তো ? চলুন শুরু করি  তাহলে –

আপনার চার্টটি প্রথমে সামনে নিন, দেখুন যে কি হচ্ছে। একদম গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে না, একদম সাধারন ভাবে দেখুন, খুব বেশি মনোযোগ দিলে এমন হতে পারে যে মূল জিনিসটি তখন আর আপনার নজরে পরছে না, তাই একদম নরমাল ভাবে দেখুন।

প্রথমেই আপনাকে মনে রাখতে হবে – একটি ট্রেন্ড কিন্তু বড় টাইম ফ্রেমে তৈরি হতে বড় সময় নেয়, এর মানে কিন্তু কোন কারেন্সি পেয়ার এর ক্ষেত্রে বড় ধরনের মার্কেট মুভ করার ক্ষেত্রেও বেশি সময় লাগবে।

আর, Support এবং Resistance ও বড় টাইম ফ্রেমে অনেক বেশি কার্যকরী হয়। শুরুতে আপনি প্রথমেই আপনার পছন্দ মত একটি টাইম ফ্রেম নির্দিষ্ট করে নিন, এরপর আপনি বড় টাইম ফ্রেমে চলে জান। বড় টাইম ফ্রেমে আপনি স্ট্র্যাটেজিক সিন্ধান্ত গুলো নিতে পারবেন যে, আপনি ছোট এন্ট্রি নিবেন নাকি বড় এন্ট্রি নিবেন যখন মার্কেট Ranging অথবা Trending অবস্থায় থাকবে।

এরপর আপনি আবার, আপনার পছন্দের টাইম ফ্রেমে চলে যাবেন, সেখানে আপনি একটি আপনার পছন্দ মত জায়গা দেখে এন্ট্রি বসাবেন (সাথে স্টপ লস এবং প্রফিট টার্গেটও বসিয়ে নেবেন, যেটি আপনি বড় টাইম ফ্রেম দেখে ঠিক করেছেন)।

আপনার ট্রেডিং পরিকল্পনায় যখন আপনি অনেকগুলো Time Frame নিয়ে কাজ করা শুরু করবেন, তখন দেখবেন মার্কেটের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেক পরিবর্তন হয়েছে, যেটি অন্য ট্রেডারদের ক্ষেত্রে ঘটা না, যারা শুধু মাত্র একটি টাইম ফ্রেমে দিয়েই ট্রেডিং করে।

কি ভাবছেন, এখন পর্যন্ত কাজের কাজ কিছু দেখাইনি শুধু লেকচার দিয়ে যাচ্ছি! কিভাবে এন্ট্রি-এক্সিট করবেন কিছুই দেখালাম না! চলুন এখন দেখাচ্ছি উদাহরণ দিয়ে –

ধরুন আপনি চিন্তা করলেন যে আপনি EUR/USD তে ট্রেড করবেন। তো আপনি প্রথমে চার্ট দেখলেন, চার্ট দেখে আপনার মনে হল, ১ ঘণ্টার (1H) চার্ট দেখতে অনেক সহজ, তো আপনি এই টাইম ফ্রেমে ট্রেডিং করবেন।
আপনি এরপর 15min এর chart দেখলেন কিন্তু আপনার মনে এই টাইম ফ্রেম অনেক ফাস্ট আপনি ঠিক মত বুঝতে পারছেন না, তাই আপনি 4H (চার ঘন্টার) Chart এ গেলেন, ট্রেডিংও করলেন কিন্তু আপনার মনে হচ্ছে 4H Chart অনেক Slow এইটাতে ট্রেড করতে অনেক সময় লাগে, তাই এরপর আপনি ১ ঘন্টার চার্টে চলে গেলেন, (1H Chart)। তো আপনি চিন্তা করলেন যে, এর মধ্যে থেকেই আপনি ট্রেড করবেন। ৪ ঘন্টার চার্ট দেখে আপনি মার্কেটের ট্রেন্ড বের করবেন আর ছোট টাইম ফ্রেমে এন্ট্রি নেবেন।
Multiple Time Frame Analysis- EURUSD in a clear uptrendধরুন এটি আপনার চার্ট, আপনি ৪ ঘণ্টার চার্টে মার্কেটের ট্রেন্ড বের করছেন এবং দেখলেন যে, মার্কেট পরিষ্কার Up Trend এ আছে। তাই আপনি বুঝতে পারলেন যে, এই মার্কেটে BUY ছাড়া অন্য কিছুর চিন্তা করা যাবে না। তাই আপনি আপনার ১ ঘণ্টার চার্টে ফেরত গেলেন এন্ট্রি নেওয়ার ভাল একটি পজিশন খুঁজতে, সাথে আপনি Stochastic ইন্ডিকেটরটা যোগ করলেন, মার্কেটর আরও পরিষ্কার ধারনা পেতে।

Multiple Time Frame Analysis- EURUSD test the ascending trend lineআপনি যখন আপনার ১ ঘণ্টার চার্টে গেলেন তখন আপনি দেখতে পেলেন যে, ট্রেন্ড লাইনের উপর একটি লাল doji candlestick তৈরি হয়েছে কিন্তু Stochastic oversold অবস্থায় cross-over করেছে। আপনি মার্কেটের সাথে Up Trend এর দিকেই যেতে চাচ্ছেন কিন্তু আপনি নিশ্চিত নন, যে মার্কেট কোন দিকে যাবে। তাই আপনি এবার আরও ছোট টাইম ফ্রেমে গেলেন দেখার জন্য যে আপনার Trend Line এর Support কতটা শক্ত, যেহেতু আপনি জানেন এটি ভাল একটি এন্ট্রি পয়েন্ট।

Multiple Time Frame Analysis- EURUSD hold in the ascending trend line১৫ মিনিট চার্টে গিয়ে আপনি দেখলেন যে আপনার ট্রেন্ড লাইন অনেক শক্ত ভাবে মার্কেট ধরে রেখেছে Support হিসেবে। কোন ক্যান্ডেল আপনার ট্রেন্ড লাইনকে ভাঙতে পারেনি। আর যেহেতু Stochastic ও দেখাচ্ছে মার্কেট oversold, তাই আপনি একটি BUY এন্ট্রি নিয়ে নিলেন। এরপর অপেক্ষার পালা, যে মার্কেটে কি হয় দেখার।

Multiple Time Frame Analysis- EURUSD uptrend continuedপ্রাইস এই ট্রেন্ডলাইনকে ভাঙতে না পেরে আবার একটি সুন্দর আপ-ট্রেন্ড দিয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, টাইমফ্রেম দেখার কি কোনও লিমিটেশন আছে? না কোনও নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই। আপনার প্রয়োজনে আপনি যেকোনো টাইমফ্রেম ব্যাবহার করে ট্রেড করতে পারবেন।

আমরা সবসময় পরামর্শ দিব, কমপক্ষে দুইটি Time Frame ব্যাবহার করার জন্য এবং সর্বোচ্চ তিনটি। এর উপরের বেশী টাইমফ্রেম দেখে ট্রেড করলে আপনি, কখনোই ভালো এন্ট্রি নিতে পারবেন না।

একটি কথা মনে রাখবেন, যতো বেশী টাইমফ্রেম দেখে ট্রেড করবেন আপনি ততো বেশী গুলিয়ে ফেলবেন। এর জন্য তিনটি টাইমফ্রেম এনালাইসিস করে এন্ট্রি নেয়া হচ্ছে, আদর্শ!


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here