Trading Advantages- আমরা সবাই কম বেশী জানি, ফরেক্স ট্রেডিং এ অনেক বেশী পরিমাণ ঝুঁকি থাকে। অর্থাৎ এই মার্কেটে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ লস হবার আশংকাও অনেক বেশী পরিমাণ থাকে। তাহলে এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে “তাহলে ফরেক্স সম্পর্কে জানার আগ্রহ কেন বেশী থাকে মানুষের মধ্যে?” উত্তরটা, আপনার জন্য রেখে দিলাম।
শুধু এতটুকুই বলি, ঝুঁকি থাকা সত্তেও যেহেতু সবাই এই ট্রেডিং এর প্রতি আগ্রহী থাকে তার অর্থ হচ্ছে, অবশ্যই এই ট্রেডিং এর কিছু না কিছু বিশেষ ধরনের সুবিধা রয়েছে! তাই নয় কি? আজকের আর্টিকেলের বিষয় হচ্ছে, এই বিশেষ সুবিধাগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়া। যাতে করে বুঝতে পারেন, কেন সবাই ফরেক্স ট্রেডার হতে চায়? চলুন তাহলে আজকের আর্টিকেল “Trading Advantages” সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
কোনও কমিশন নেই
বিঃ দ্রঃ স্প্রেড নিয়ে আরো পরে আলোচনা করবো।
মধ্যবর্তী কোনও অস্তিত্ব নেই
লট/ভলিউম সীমাবদ্ধতা নেই
২৪ ঘন্টাই ট্রেডিং এর সময়
NB : Above mentioned time is GMT+6. During Summer & Winter time will change as per U.S. time schedule.
সর্বোচ্চ
বিঃ দ্রঃ সর্বচ্চ লেভারেজ নেয়ার আগে অবশ্যই আপনাকে ভালো করে Risk Management Calculate করে নিতে হবে।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
Ami kicu e bojci na to vai
কমেন্টের জন্য ধন্যবাদ। ফরেক্স ট্রেডিং সম্পর্কে জানতে এবং শিখতে হলে আপনাকে ধারাবাহিকভাবে সেটি শিখতে হবে নতুন বুঝতে পারবেন না। এই জন্য আমাদের বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল রয়েছে। অনুগ্রহ করে সেটিতে রেজিস্ট্রেশন করে শিখা শুরু করতে পারেন। বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/training
This article is very much important for new users..thanks a lot..
Please let me know what is leverage function..?
We really appreciate your feedback. We have published a complete training guide related to “Margin”. You can join and enroll in this course for free. link – https://fxbd.co/margin
We need to know the risk factor during trading period.
To reduce Risk from any Trade you need to understand the possible Risk Factors. Please refer this category and get acknowledged . link – https://www.fxbangladesh.com/category/risk-management/
ধন্যবাদ এই রকমের একটি পোস্টের জন্য। আশা করি আরও ভালো কিছু আর্টিকেল আনবেন আমাদের জন্য।
আমাদের সাথেই থাকুন। আরও আর্টিকেল আপনাদের প্রয়োজন অনুসারে আমরা নিয়ে আসবো। যদি আপনার কোনও নিজস্ব বিষয় সম্পর্কে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের বলতে পারেন। আমরা চেষ্টা করবো সে বিষয় সম্পর্কে আপনাকে জানাতে।