ফরেক্স ট্রেডিং এর জন্য কি পরিমাণ বিনিয়োগ প্রয়োজন?

2
1910
Trading Capital | ট্রেড শুরু করার জন্য কি পরিমাণ বিনিয়োগ এর প্রয়োজন?

ব্যবসায়ের একটি প্রবাদ আছে, “টাকা, টাকা আনে”। কিছু বুঝলেন? ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য আপনার প্রয়োজন হবে প্রারম্ভিক বিনিয়োগ করার, যাকে বলা হয় Trading Capital । সবাই এই বিষয়টি জানেন কিন্তু ট্রেড শুরু করার জন্য আপনার কি পরিমাণ Trading Capital এর প্রয়োজন সেটা কি কখনো চিন্তা করেছেন? আমাদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন মেসেজ, ইমেইল, ফোন করে জানতে চাওয়া হয়- কি পরিমাণ বিনিয়োগ করে ফরেক্স ট্রেডিং শুরু করলে ভালো হয়?

– ভিডিও টিউটোরিয়াল –

আজকের আর্টিকেলে, আমরা এই বিষয়টি সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা প্রদান করতে চাই। এই বিষয়টি রিস্ক ম্যানেজমেন্ট এর সাথে প্রত্যক্ষভাবে জড়িত সুতরাং মনোযোগ প্রদানের অনুরোধ থাকলো!

Capital is Needed to Run Any Business

প্রশ্নটি সহজ হলেও উত্তরটি প্রদান করার সহজ হয় না কারণ এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। যদি সহজ কথায় উত্তর দেই, তাহলে আপনি নতুন ব্যবসায়ের ক্ষেত্রে কি পরিমাণ অর্থ মূলধন হিসাবে নিতে আসতে চান সেটার উপর নির্ভর করবে।

সবার প্রথমে, আপনার যেটার প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্রেডিং সংক্রান্ত শিক্ষা! ফরেক্স ট্রেডিং শিখার বিভিন্ন উপায়, আছে যেমনঃ বিভিন্ন কোর্স, এক্সপার্ট ট্রেডার এর সহায়তা, নিজে নিজে শিখা কিংবা এই তিনটির সংমিশ্রণ।

প্রথমে আমাদের ধন্যবাদ প্রদান করা উচিৎ Al Gore যিনি ইন্টারনেট প্রযুক্তির উদ্ভাবক। ইনি না থাকলে হয়তোবা, আমরা FXBangladesh.com পরিচালনা এবং তৈরি করাও সম্ভব হত না। আধুনিক ইন্টারনেট এর সহায়তায়, আপনি গুগল থেকেই বিভিন্ন ধরনের সহায়তামূলক অনলাইন ট্রেনিং কিংবা এক্সপার্ট ট্রেডারদের সহায়তা গ্রহন করতে পারবেন কিন্তু এর বেশীরভাগই টাকা কিংবা ফি প্রদানের মাধ্যমে শিখতে হবে।

এর কিছু অসুবিধাও আছে, যেমন- নতুন অবস্থায় কোন কোন বিষয় জানার মাধ্যমে ফরেক্স ট্রেডিং শুরু করবেন সেটি আপনার পক্ষে জানা এক কথায় অসম্ভব! ফরেক্স ট্রেনিং সংক্রান্ত ভালো কিছু কোর্স কিংবা এক্সপার্ট ট্রেডারদের সহায়তা, একদিকে সময় এবং পারফেক্ট ট্রেডিং কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

কিন্তু সমস্যা হচ্ছে, মাঝে মাঝে দেখা যায় এই ফি/চার্জ এর পরিমাণ নতুনদের জন্য বিশেষ করে বাংলাদেশী ট্রেডারদের জন্য একটু বেশীই হয়ে যায়। সাধারণত এই ফি $100 থেকে শুরু করে প্রায় $3000 পর্যন্ত হয়ে থাকে।

যারা ট্রেড শিখার জন্য কোনও ধরনের অর্থ খরচ করতে চান না, তাদের জন্য সুসংবাদ হচ্ছে- ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বেশীরভাগ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ওয়েবসাইটে অনেক আগে থেকেই দেয়া আছে। আমাদের বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টালে এই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে কোর্স আকারে আমরা উপস্থাপন করেছি যাতে করে আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে নিজেই দেশের যেকোনো প্রান্ত থেকে ফরেক্স সংক্রান্ত সকল বিষয়গুলোর সম্পর্কে শিখা শুরু করতে পারেন।

তারপরও যদি আপনি নিজ থেকে এই বিষয়গুলো বুঝতে না পারেন তাহলে সেটার জন্য রয়েছে আমদের “প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম“। ২ মাস ব্যাপী এর ট্রেনিং প্রোগ্রামে, আমাদের এক্সপার্ট ট্রেডাররা আপনাকে ফরেক্স ট্রেডিং সংক্রান্ত বিষয়গুলোকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শিক্ষা প্রদান করবেন।

সবশেষে যেটির প্রয়োজন হবে সেটি হচ্ছে, Trading Capital । অর্থাৎ ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য প্রাথমিক ফান্ড/মূলধন/বিনিয়োগ।

প্রাথিমিক পর্যায়ে ট্রেড শুরু করার জন্য, বিভিন্ন ব্রোকার বিভিন্ন ধরণের এমাউন্ট ডিপোজিট করার সুবিধা দেয়। ব্রোকারভেদে যা সরবনিম্ন $5 পর্যন্তও হয়ে থাকে। এর অর্থ এই নয় যে, আপনাকে এই এমাউন্ট বিনিয়োগ করে ফরেক্স ট্রেড শুরু করতে হবে! নতুনদেন মধ্যে সবচেয়ে বড় ভুল যেটি হয় সেটা হচ্ছে, কোনও চিন্তা ভাবনা না করেই ইন্টারনেট এর মাধ্যমে সবচেয়ে কম কোনও ব্রোকারে ফান্ড ডিপোজিট করা যায় সেটা খুঁজে, রিয়েল ট্রেডিং একাউন্ট খুলে ট্রেড শুরু করে দেয়া। এখান থেকেই মুলত ট্রেড সংক্রান্ত ভুল এর শুরু।

সবসময় মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে Trading Capital অনেক বড় একটি বিষয় যা আপনার ট্রেডিং লস এরও কারণ হতে পারে। আপনি যদি ভালো করে না বুঝে কম এমাউন্ট বিনিয়োগ করে ট্রেড শুরু করেন তাহলে দেখা যাবে এক্সময় আপনাকে Losser হয়ে মার্কেট থেকে বিদায় নিতে হয়েছে। সুতরাং, ফরেক্স ট্রেডিং এর জন্য আপনার এই বিনিয়োগ এর পরিমাণ সর্বদাই পর্যাপ্ত পরিমাণ হওয়া অত্যাবশ্যিক।

এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি পরিমাণ অর্থ নিয়ে ট্রেড শুরু করার উচিৎ ?

আপনি যদি সঠিকভাবে ট্রেডিং সংক্রান্ত সকল বিষয় সমূহ জানেন এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে নিয়ন্ত্রন করতে পারেন তাহলে কমপক্ষে $1000 থেকে $2000 নিয়ে ফরেক্স ট্রেড শুরু করতে পারেন। এখন আপনার মনে হতে পারে, এগুলো কি বলছেন? অন্যরাতো আরও কম ব্যালেন্স নিয়ে ট্রেড শুরু করতে বলে। তাহলে আপনারা এত বেশী এমাউন্ট এর কথা বলছেন কেন?

উত্তর হচ্ছে, আপনি যেহেতু ধৈর্য নিয়ে আমাদের সাথে থেকে ট্রেড সম্পর্কে শিখছেন সুতরাং, এতটুকু হয়ত ইতিমধ্যেই বুঝতে পেরেছেন – আমরা অন্যদের থেকে একটু আলাদা।

আমরা সর্বদাই চেষ্টা করি, সঠিক বিষয় আপনাদের সামনে তুলে ধরার।  আমরা কখনোই চাইব না আপনার কষ্টের টাকা লস হক। উপরে আমরা যেই এমাউন্ট এর কথা বলেছি এটি ফরেক্স ট্রেডিং এর জন্য একদমই নগণ্য!

একটি বিষয় সবসময়ই মনে রাখবেন, মূলধন এর স্বল্পতা যেকোনো ব্যবসাকে ধংস করে দিতে পারে। সুতরাং আপনার কাছে যদি এই মুহূর্তে এই পরিমাণ অর্থ না থাকে তাহলে আরও বেশী সময় নিন। যেকোনো ব্যবসা শুরু করার আগে প্রয়োজন সে ব্যবসা সম্পর্কে ভালো করে বোঝা এবং সময় নিয়ে সেই ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত এনালাইসিস করা। যতদিন পর্যন্ত আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকবে ততদিন পর্যন্ত কোনও ধরনের রিয়েল ট্রেড শুরু করতে যাবেন না।

তাৎক্ষনিক ভাবে ট্রেড করে লস করার থেকে, ট্রেড না করাই অনেক ভালো। বিষয়গুলো আরও মনোযোগ সহকারে পড়ুন এবং বুঝুন তারপর যখন আপনার কাছে ট্রেড শুরু করার জন্য পর্যাপ্ত অর্থ চলে আসবে, তখন ফরেক্স ট্রেডিং শুরু করুন। আরও একটি বুহুল প্রচলিত প্রবাদ আপনাকে মনে করিয়ে দিতে চাই – ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না!


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

পূর্বের আর্টিকেলRisk Management – রিস্ক ম্যানেজমেন্ট কি?
পরবর্তী আর্টিকেলWesternFX Broker Review
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

2 কমেন্ট

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here