সাপোর্ট এবং রেসিসটেন্স দিয়ে কিভাবে ট্রেড করবেন?

6
1395

সাপোর্ট এবং রেসিসটেন্স নিয়ে আমরা এর আগেই আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তখন আপনাদের এই ট্রেডিং টুল এর বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলে জেয়ে কিভাবে ট্রেড করবেন তার কিছু কৌশল সম্পর্কে আপনাদের জানাবো। আশা করি গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে।

আপনি যেহেতু ফরেক্স বাংলাদেশ এর অনলাইন ট্রেনিং কোর্স এর সাথে আছেন সুতরাং আমরা সবসময়ই চাই বিষয়গুলোকে আরও বেশী সহজ করে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তাই, সাপোর্ট এবং রেসিসটেন্স এর মাধ্যমে ট্রেড করার কৌশলগুলোকে আমরা দুইভাগে ভাগ করেছি। একটি হচ্ছে Bounce এবং অন্যটি হচ্ছে Break । আপনাদের সুবিধা জন্য আমরা বিষয়গুলোকে একটি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে প্রকাশ করেছি। যারা ভিডিওটি দেখতে চান, অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নিবেন। কিংবা চাইলে আরটিকেলটিও সম্পূর্ণরুপে পড়ে নিতে পারেন। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই।

Bounce

নাম শুনেই হয়তোবা বুঝতে পারছেন, এই মাধ্যমে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল থেকে বাউন্স করে প্রাইস ফিরে আসার পরে আমরা ট্রেড করে থাকি।

বেশীরভাগ ফরেক্স ট্রেডারই সরাসরি সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলেই নতুন ট্রেডে এন্ট্রি নেয়ার জন্য একটি পেন্ডিং অর্ডার বসিয়ে থাকেন এবং অপেক্ষা করতে থাকেন কখন মার্কেট প্রাইস সেই এন্ট্রি এক্সিকিউট করবে।

এই কৌশলটি কাজ করে কিন্তু সবসময় এর জন্য এটি না।

এখন আপনি হয়তোবা চিন্তা করছেন, আমি কেন সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলে এন্ট্রি বসাবো না?

আপনি যখন বাউন্স কৌশল ব্যাবহার করে ট্রেড করবেন, তখন আপনাকে সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল থেকে প্রাইস ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন প্রাইস বাউন্স করে ফিরে আসবে তখন আমরা সেখানে ট্রেডিং এন্ট্রি গ্রহন করবো।

উদাহরন হিসাবে বলা যায়, যদি আপনি একটি বাই/Buy এন্ট্রি এর জন্য অপেক্ষা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপোর্ট লেভেল থেকে প্রাইস যখন বাউন্স করে ফিরে আসবে তখন এন্ট্রি নিতে হবে। নিচের চিত্রটির দিকে লক্ষ্য করুন,

আর আপনি যদি শর্ট পজিশন কিংবা Sell পজিশন গ্রহন করতে চান তাহলে যতক্ষণ পর্যন্ত প্রাইস রেসিসটেন্স লেভেল থেকে বাউন্স করে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। নিচের চিত্রটি লক্ষ্য করুন,

ই কৌশলের মাধ্যম, প্রাইসের সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল ভেঙে যাওয়ার সময় থেকে আপনি রক্ষা পেতে পারেন।

Break

ফরেক্স ট্রেডের এর মধ্যে বেশীরভাগ সময়ই দেখা যায় প্রাইস সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেলকে স্পর্শ করে চলে আসে অর্থাৎ সেই লেভেলকে সে ভাঙতে পারে না। তখন ট্রেডাররা বাউন্স ট্রেড করার মাধ্যমে ট্রেডে এন্ট্রি নিয়ে থাকেন।

এই বিষয়টি নিয়ে অনেক বেশী পরিমাণ তর্ক-বিতর্ক রয়েছে। অনেক ট্রেডার মনে করেন, সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল প্রাইস ভাঙতে পারেন কিংবা অনেকেই আবার মনে করেন এই লেভেল ভেঙে ফেলবে।

চিন্তার কিছু নেই, আমরা আপনাকে যেমন বাউন্স ট্রেড সম্পর্কে জানিয়েছি ঠিক এবার ব্রেকআউট ট্রেডিং নিয়ে জানাব।

কিন্তু যদি প্রাইস এই লেভেলকে ভেঙে ফেলে তাহলে আপনি কি করবেন? মেজর সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেল গুলো অনেক মার্কেট প্রাইসের Retracement কিংবা Extension হিসাবে কাজ করে থাকে। এখন আপনি যদি এই লেভেল থেকে এন্ট্রি নেন এবং প্রাইস যদি আপনার বিপরীত দিকে চলে যায়? একটু চিন্তা করে দেখুন্‌!

প্রায়ই দেখা যায়, প্রাইস এই লেভেলকে ভাঙতে সক্ষম হয় সুতরাং তখন তো আর বাউন্স ট্রেড করলে কাজ করবে না তাই না!

ব্রেক-আউট ট্রেড করার প্রধান দুইটি মাধ্যম রয়েছে। একটি হচ্ছে Aggressive way  এবং অন্যটি হচ্ছে Conservative way ।

Aggressive way: নাম শুনেই হয়ত বুঝতে পারছেন এই কৌশলটি হচ্ছে একটু বেশীই আক্রমণাত্মক অর্থাৎ যখনই প্রাইস সাপোর্ট কিংবা রেসিসটেন্স লেভেলকে ভাঙবে তখনই এন্ট্রি গ্রহন করবেন।

Conservative way:
একটি কাল্পনিক ঘটনা চিন্তা করুন তো – ধরুন আপনি চিন্তা করলেন, EUR/USD কোনও একটি সাপোর্ট লেভেলে থেকে লাফ দিয়ে উপরে দিকে উঠে যাবে, তাই আপনি একটি লংBUY) এন্ট্রি নিলেন। কিন্তু কিচ্ছুক্ষণ পরেই দেখলেন মার্কেটে পজিশন হারাচ্ছেন, মার্কেট আপনার সাপোর্ট লেভেলের নিচে চলে যাচ্ছে এবং সাথে আপনার একাউন্টের ব্যাল্যান্সও কমতে শুরু করেছে।

এমন অবস্থায় আপনি কি করবেন ?

ক. লস মেনে নিয়ে, ট্রেড থেকে বের হয়ে যাবেন ?
নাকি
খ. আপনার এন্ট্রি পজিশনটিকে ধরে রাখবেন এবং মার্কেট উপরে যাওয়ার জন্য অপেক্ষা করবেন।

আপনার উত্তর যদি হয়, দ্বিতীয়টি তাহলে ধরে নিচ্ছি আপনি এই ধরনের ট্রেড সম্পর্কে খুব ভালো ভাবে অবগত। আপনার লং(BUY) পজিশনটি ব্রেকইভেনে অথবা ব্রেকইভেনের কাছাকাছি বন্ধ করে দেওয়ার মানে হচ্ছে, আপনি EUR/USD তে একই পরিমাণ লটে/volume আরেকটি শর্ট(SELL) পজিশন নেবেন।

যে সাপোর্ট পজিশন থেকে মার্কেট ভেঙেছে, পরবর্তীতে সেই সাপোর্ট লেভেলই মার্কেট আবার ফেরত আসবে। আর এইধরনের ঘটনার কারনের সাপোর্ট লেভেল আবার রেসিসটেন্স লেভেল হয়ে যায়। যেহেতু আপনি এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে প্রোফিট উপার্জনের পরিকল্পনা করেছেন, সেহেতু এর পরে আপনার কাজ হচ্ছে ধৈর্য সহকারে অপেক্ষা করা।

একদম মার্কেট যেখানে ব্রেক করেছে সেখানে এন্ট্রি না নিয়ে মার্কেটকে একটু “পুলবেক/Pullback” করতে দেওয়ার জন্য অপেক্ষা করেন, তারপর মার্কেট যখন আবার রেসিসটেন্স লেভেলে বাধা পেয়ে নামতে শুরু করবে ঠিক তখন এন্ট্রি নিন।

সতর্কতা হিসেবে কিছু কথা, সব সময় মনে রাখবেন ফরেক্স মার্কেটে ১০০% নিশ্চয়তা বলতে কিছু নেই। মার্কেট যে সব সময়ই সাপোর্ট/রেসিসটেন্সকে মেনে চলবে ব্যাপারটা তাও না, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই তাই ঘটে থাকে। অনেক এমনও হতে মার্কেট আপনার প্রত্যাশিত অবস্থা থেকে আপনার পক্ষে না এসে আপনার বিপরীতে চলে গেছে, এই ধরনের ঘটনা এড়ানোর সব সময় স্টপ লস ব্যবহার করুন। 


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

6 কমেন্ট

    • বিভিন্ন কারনে কারেন্সি পেয়ারে মাত্রাতিরিক্ত মুভমেন্ট হতে পারে। যেমন, U.S কিংবা EURO জোন এর কোনও ধরনের নিউজ কিংবা নীতিমালার প্রণয়ন, কারেন্সি পেয়ারে ট্রেডারদের পজিশন, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল বিষয়গুলোর কারনে মুভমেন্ট হতে দেখা যায়। কিন্তু নির্দিষ্ট কোনও বিষয় এর উল্লেখ করতে পারছি না। এর জন্য ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এনালাইসিস সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখতে হবে।

  1. dear sir,,,,

    I am a price action trader,,
    but ekhono problem hoy trade korte price actioner opr,
    I think price action is the best analysis,,,
    please 1 article clearly price action,,,
    tnq,,,

    • প্রাইস একশনের উপর ভিত্তি করে ট্রেড করার জন্য সবচেয়ে আদর্শ হচ্ছে জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন। আমরা প্যাটার্ন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল ইতিমধ্যেই প্রকাশ করা শুরু করেছি। অনুগ্রহ করে বিস্তারিত জানার জন্য আমাদের এই সেকশনে জাপানিজ কেন্ডেলস্টিক প্যাটার্ন। চোখ রাখুন।

      ধন্যবাদ।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here