Triangle চার্ট প্যাটার্ন দিয়ে কিভাবে ট্রেড করবেন?

6
1980
Triangle Chart Pattern

Triangle Chart Pattern এর মুল তিনটি ধরন রয়েছে-

  1. symmetrical
  2. descending
  3. ascending

আজকের আর্টিকেল আমরা বিভিন্ন ধরনের Triangle চার্ট প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো।

Symmetrical Triangle Chart Pattern

এই ধরনের চার্ট প্যাটার্ন গঠিত হয় যখন প্রাইস হাই/high এর স্লোপ/Slope, প্রাইস লো/low এর স্লোপ/Slope এর সাথে একটি বিন্দুতে মিলিত হয়ে একটি Triangle Chart Pattern তৈরি করে।

এই ধরনের প্যাটার্নে মার্কেট প্রাইস, lower highs (LH) এবং higher lows (HL) তৈরি করতে থাকে। এর অর্থ হচ্ছে, বায়ার/Buyer কিংবা সেলার/Seller কেউই প্রাইসকে কোনও দিকে নিতে পারে না। যার ফলে কোনও নির্দিষ্ট মার্কেট ট্রেন্ডও বোঝা যায় না। নিচের চিত্রটি লক্ষ্য করুন,

Symmetrical Triangleএই চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি, বায়ার/Buyer কিংবা সেলার/Seller কেউই প্রাইসকে কোনও দিকে নিতে পারছে না। যখন এই ধরনের কোনও কিছু হয় তখন প্রাইস চার্টে আমরা lower highs (LH) এবং higher lows (HL) দেখতে পাই।

যখনই এই দুইটি স্লোপ/Slope একটি অন্যটির কাছে আসতে থাকে তখনই একটি ব্রেকআউট হবার সম্ভাবনা থাকে। আমরা জানি না যে, এই ব্রেকআউট কোনদিকে হবে কিন্তু স্বভাবগত দিকে থেকে প্রাইস যেকোনো একদিকে মুভ করবে।

এখন প্রশ্ন হচ্ছে, এই প্যাটার্ন ব্যাবহার করে কিভাবে এন্ট্রি নিবো?

সহজ উত্তর হচ্ছে, আমরা এন্ট্রি এই lower highs (LH) এর উপরে এবং higher lows (HL) এর নিচে এন্ট্রি নিবো। আমরা আগেই জানি মার্কেট এই পজিশনে এসে ব্রেকআউট করবে কিন্তু কোন দিকে যায় সেটা বলতে পারছি না। তাই এন্ট্রি আমরা এই দুদিকেই নিবো।

Symmetrical Triangle and Breakoutএই উদাহরণে, আমরা যদি এন্ট্রি lower highs (LH) এর উপরে নিতাম তাহলে আমরা বেশ কিছু পিপ্স এর প্রফিট করতে পারতাম। আপনি যদি অন্য এন্ট্রিটি higher lows (HL) এর নিচে দিয়ে থাকেন তাহলে সেটি ক্লোজ করে দিন কারণ মার্কেট একদিকে মুভ করে ফেলেছে।

Ascending Triangle Chart Pattern

যখন একটি রেসিস্টেন্স লেভেল এবং higher lows (HL) এর স্লোপ/Slope একটি অন্যটির দিকে তাহকে তখন এই ধরনের Triangle চার্ট প্যাটার্ন গঠিত হয়।

এর অর্থ হচ্ছে, বায়ার/Buyer ওই রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করে উপরে যেতে পারছে না। যার কারণে প্রাইস ওই রেসিস্টেন্স লেভেল থেকে বাউন্স করে নিচে নেমে আসে এবং আবার ওই রেসিস্টেন্স লেভেলকে ভাঙ্গার জন্য ফিরে যায়। এতে চার্টে, আমরা একটি higher lows ফরমেশন গঠিত হতে দেখতে থাকি।

Ascending Triangle Chart Pattern

উপরের চার্টে, আপনারা দেখতে পাচ্ছেন বায়ার/Buyer পর্যায়ক্রমে রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করার জন্য শক্তিশালী হয়ে বার বার ফিরে যাচ্ছে যার ফলে আমরা higher lows ফরমেশন দেখতে পাচ্ছি এবং দুইটি স্লোপ/Slope একটি বিন্দুতে মিলিত হয়ে একটি Triangle চার্ট প্যাটার্ন গঠন করেছে। সূত্র অনুযায়ী আমরা জানি, এখন প্রাইস যেকোনো একদিকে ব্রেকআউট করবে।

এখন প্রশ্ন হচ্ছে, ব্রেকআউট কোনদিকে হবে? বায়ার/Buyer কি তাহলে রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে পারবে? নাকি আবার বাউন্স করে ফিরে আসবে?

অনেক ফরেক্স গাইড, এক্সপার্ট আপনাকে বলবে এক্ষেত্রে বায়ার/Buyer, রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সফল হবে এবং রেসিস্টেন্স লেভেল ব্রেকআউট করে প্রাইস উপরে উঠে যাবে।

কিন্তু আমাদের অভিজ্ঞতা অনুযায়ী সবসময় এই রকম হয় না। অনেকসময় দেখা যায় এই রেসিস্টেন্স লেভেল অনেক বেশী শক্তিশালী থাকে যার কারণে বায়ার/Buyer সেটিকে ব্রেক করার জন্য পর্যাপ্ত শক্তি পায় না।

বেশীরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এই ধরনের ব্রেকআউটে প্রাইস রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে সফল হয়।

চিন্তায় পড়ে গেছেন? আমরা একবার বলেছি ব্রেক করে আবার বলছি সবসময় ব্রেক করতে পারে না! উদ্বিগ্ন হবার কিছু নেই। আমরা আপনাকে একটি পরিষ্কার ধারণা দেয়ার চেষ্টা করছি। প্রাইস যেদিকেই ব্রেকআউট করুক, আপনাকে তার জন্য অবশ্যই তৈরি থাকতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে, এই প্যাটার্ন ব্যাবহার করে কিভাবে এন্ট্রি নিবো?

সহজ উত্তর হচ্ছে, আমরা এন্ট্রি এই রেসিস্টেন্স লেভেল এর উপরে এবং higher lows স্লোপ এর নিচে এন্ট্রি নিবো। আমরা আগেই জানি মার্কেট এই পজিশনে এসে ব্রেকআউট করবে কিন্তু কোন দিকে যায় সেটা বলতে পারছি না। তাই এন্ট্রি আমরা এই দুদিকেই নিবো।

Ascending Triangle and Breakdownউপরের চিত্রে বায়ার/Buyer, রেসিস্টেন্স লেভেলকে ব্রেক করতে পারেনি যার ফলে প্রাইস higher lows স্লোপ ব্রেক করে নিচে নেমে আসে। ব্রেক করে প্রাইস, Triangle প্যাটার্ন এর উচ্চতা পরিমাণ নেমে আসে। যদি আপনি এন্ট্রি higher lows স্লোপ এর নিচে নিতেন তাহলে বেশ কিছু পিপ্স এর প্রফিট করে নিতে পারতেন।

Descending Triangle Chart Pattern

আপনি হয়তো এখন চিন্তা করছেন, এটি Ascending Triangle প্যাটার্ন এর ঠিক বিপরীত। আমরা জানি, আপনি স্মার্ট।

যখন একটি সাপোর্ট লেভেল এবং lower highs এর স্লোপ/Slope একটি অন্যটির দিকে থাকে তখন এই ধরনের Descending triangle চার্ট প্যাটার্ন গঠিত হয়।

এর অর্থ হচ্ছে, সেলার/Seller ওই সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে যেতে পারছে না। যার কারণে প্রাইস ওই সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে উপরে উঠে আসে এবং আবার ওই সাপোর্ট লেভেলকে ভাঙ্গার জন্য ফিরে যায়। এতে চার্টে, আমরা একটি lower highs ফরমেশন গঠিত হতে দেখতে থাকি।

Descending Triangle Chart Patternউপরোক্ত চার্টে, আমরা দেখতে পাচ্ছি প্রাইস ধীরে ধীরে lower highs তৈরি করেছে যার অর্থ হচ্ছে, প্রাইসের নিয়ন্ত্রণ বাইয়ার এর থেকে সেলার/Seller এর কাছে বেশী।

অধিকাংশ সময়ই দেখা যায়, আমরা বলেছি অধিকাংশ সময়, প্রাইস এই সাপোর্ট লেভেলকে ভাঙতে সক্ষম হয় এবং আরও বেশী নিচে নামতে থাকে।

যদিও মাঝে মাঝে দেখা যায়, সাপোর্ট লেভেল এতোটাই শক্তিশালী থাকে যার কারণে প্রাইস এই লেভেল ব্রেক করে আর নিচে নামতে পারে না এবং প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স করে শক্তিশালী আপট্রেন্ড গঠন করে।

ভালো খবর হচ্ছে, প্রাইস যেদিকেই মুভ করুন না কেন, আমরা সবসময়ই জানি ব্রেকআউট যেকোনো একদিকে হবে।

আবার সেই একই প্রশ্ন, এই প্যাটার্ন ব্যাবহার করে কিভাবে এন্ট্রি নিবো?

আমরা এন্ট্রি এই lower highs স্লোপ এর উপরে এবং সাপোর্ট এর নিচে এন্ট্রি নিবো। আমরা আগেই জানি মার্কেট এই পজিশনে এসে ব্রেকআউট করবে কিন্তু কোন দিকে যায় সেটা বলতে পারছি না। তাই এন্ট্রি আমরা এই দুদিকেই নিবো।

Descending Triangle and Breakout


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

6 কমেন্ট

  1. কোনো বুলিশ বা বিয়ারিস ট্রেন্ডের পরে এই প্যাটার্ন গুলিকে সেই ট্রেন্ডের contitution হওয়ার সম্ভাবনা বেশি হিসাবে ধরা যেতে পারে কি?

    • অনেকেই বিষয়টিকে এভাবে চিন্তা করেন তবে ট্রেন্ডের দিকেই প্রাইস ব্রেকআউট করতে সক্ষম হবে সেটি নিশ্চিতভাবে ধরে নেয়ার কোনও সুযোগ নেই। তাই ঝুঁকি হ্রাস করার জন্য আমাদের পরামর্শ থাকবে, ট্রেন্ডের চিন্তা না করে প্যাটার্নের ব্রেকআউটের দিকে লক্ষ্য রাখা। আশা করছি, বিষয়টি বুঝতে সক্ষম হয়েছেন।

    • মতামত প্রদানের জন্য ধন্যবাদ। সাথে থাকুন আমাদের আরও গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল খুব শিগ্রই প্রকাশ করা হবে।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here