ফরেক্স ব্রোকার পরিচিতি

0
2337
Forex Broker Bangladesh
Forex Broker Bangladesh
রিটেইল ফরেক্স ট্রেডিং

Forex Broker Bangladesh- যদি ফরেক্স মার্কেট কোন ব্রোকারই না থাকতো তাহলে আপনি, আমি কখনই হয়তবা ট্রেড করতে পারতাম না। আপনি যদি 1990s’ এর কথা চিন্তা করেন কিংবা তখনকার ফরেক্সের ইতিহাস গুগল করে বের করেন তাহলে জানতে পারবেন তখন ফরেক্স মার্কেটে অংশ নেয়া অনেকটাই কঠিন ছিল কারন তখন লেনদেনের খরচ অনেক বেশী ছিল।

তখনকার সময় সরকার Currency Exchange এর উপর অনেক কোঠর দৃশটি রাখত। এর পরে, 1974 সালে- CFTC (Commodities Futures Trade Commission) যেটা U.S. Regulatory Agencies নামে পরিচিত, তারা কিছু বিল পাস করে যেগুলোর নাম হচ্ছে Commodity Exchange Act এবং Commodity Futures Modernization Act মুলত এর মাধমেই অনলাইন ফরেক্স ব্রোকারদের যাত্রা শুরু হয়।

যেহেতু সবাই ইন্টারনেটে যুক্ত হতে পারে এ কারনে যেকোনো ফরেক্স ব্রোকারে একাউন্ট ওপেন করা অনেক বেশী সহজ। ফরেক্স মার্কেটের এই সফলতাকে কাজে লাগানর জন্য অনেক ফরেক্স ব্রোকার তাদের কাজ করা শুরু করে তবে আগের সময়ে এত সুযোগ সুবিধা ছিল না যেটা আমরা এখন পেয়ে থাকি। এখন আমাদের কাছে অনেক অপশনও আছে একটি ভালো ব্রোকার পছন্দ করে ট্রেড শুরু করার কিন্তু ভালো ব্রোকার খুজে পাওয়া এখন অনেক কষ্টকর।

ব্রোকারের প্রকারবেধ

ব্রোকারদের মূলত ২ ভাগে ভাগ করা যায়। Dealing Desks (DD) এবং No Dealing Desks (NDD). Dealing Desks Broker দের আবার অনেকে Market Makers ও বলে থাকে। No Dealing Desks ব্রোকারদেরকে আবার ২ ভাগে ভাগ করা যায়। Straight Through Processing (STP) এবং Electronic Communication Network + Straight Through Processing (ECN+STP).

Dealing Desk Forex Broker কি?

Forex Broker Bangladesh- Dealing Desk ব্রোকাররা মুলত ইনকাম করে স্প্রেডের মাধ্যমে। এদেরকে অনেকে “market makers” ও বলে থাকেন, কারন এই ব্রোকারগুলো তাদের ক্লায়েন্টদের জন্য মার্কেট তৈরি করে থাকনে। আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করছি।

সাধারণত, এই ব্রোকারগুলো ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে।

এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন যে Re-Quote কথাটি আসে।

এছাড়াও, যারা Dealing Desk ব্রোকারে ট্রেড করেন তারা একচুয়েল এক্সচেঞ্জ রেট পান না। আসলে ভয় পাবার কিছুই নেই, তাদের প্রাইস মার্কেট প্রাইসের অনেকটা কাছাকাছিই থাকে। নিচের চার্টে দেখে নিন কিভাবে এই ব্রোকার কাজ করে।
ধরুন,আপনি EURUSD পেয়ারএ একটি 100,000 লটে Buy কোট করলেন Dealing Desk Broker এ, এই ব্রোকার তখন আপনার ট্রেডের জন্য প্রথমে অন্য একটি ট্রেডারের Sell কোট Match করার চেষ্টা করবে। এভাবে এরা Risk Minimize করে ফেলে। যদি তারা আপনার কোট করা Buy এর জন্য কোন Sell না পায় তখন তারা নিজেরাই আপনার ট্রেডের বিপরীতে ট্রেড নিয়ে নেয়।

এক এক ব্রোকারের Risk Management এক এক রকমের হয়ে থাকে। আমরা মূলত আপনাকে Dealing Desk Broker কিভাবে কাজ করে সেটা বুঝানোর চেষ্টা করেছি। তাই কোন ব্রোকারে ট্রেড শুরু করার আগে তাদের Risk Management Policy ভালো করে দেখে নিবেন।

No Dealing Desk Broker কি?

Forex Broker Bangladesh- এই ধরনের ব্রোকাররা ডিলিং ডেস্ক ব্রোকারদের মতন ট্রেডারদের বিপরীতে থাকে না। ডিলিং ডেস্ক ব্রোকাররা মূলত একটি ব্রিজ হিসাবে কাজ করে এবং শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। 

তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। নো-ডিলিং ডেস্ক ব্রোকার হয় STP অথবা STP+ECN রকমের হয়ে থাকে।

STP broker কি? আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।

ফরেক্স ব্রোকারদের মধ্যে যাদের STP System আছে তারা তাদের ট্রেডারদের ট্রেডকে সরাসরি লিকুডিটি প্রোভাইডারদের, যাদের ইন্টার ব্যাংক মার্কেটে এক্সেস আছে তাদের কাছে কানেক্ট করিয়ে দেয়। STP ব্রোকারদের অনেক ধরনের লিকুডিটি প্রোভাইডার থাকে এবং এক একজনের প্রাইস কোট এক এক রকমের হয়ে থাকে।

ধরুন আপনার STP ব্রোকারের ৩টি লিকুডিটি প্রোভাইডার আছে। তারা তাদের সিস্টেমে একটি নির্দিষ্ট পেয়ারের তিনটি আলাদা আলাদা (ভালো থেকে খারাপ) প্রাইস দেখেবে। এই অবস্থায়, সবচেয়ে বেস্ট সেল (Sell on High) প্রাইস হবে 1.3000 আর সবচেয়ে বেস্ট বায় (Buy on Low) হবে 1.3001। এখন তাহলে বায়/সেলের (Buy/Sell) প্রাইস হবে 1.3000/1.3001

উপরের টেবিলে আমরা যে চার্টটি আপনাকে দেখিয়েছি এখনকার প্রাইসটি কি এই রকম? উত্তর হচ্ছে না! কারন ব্রোকারদের ও তো ইনকাম করতে হবে, তারা তো আপনাকে ফ্রিতে সবকিছু দিবে না, তাই না?
আপনার ব্রোকার ছোট একটা ফিক্সড মারকাপ পিপ (Markup Pip) যোগ করবে. যদি তাদের মারকাপ- 1pip হয় তাহলে আপনি বায়/সেলের প্রাইস তখন দেখবেন 1.2999/1.3002 তখন আপনি দেখবেন স্প্রেড 3-pip হয়ে গেছে। বুঝতে পারলেন কিছু? যেটার স্প্রেড এতক্ষণ 1pip সেটার স্প্রেড এখন আপনার জন্য 3pip হয়ে গেছে।

যখন আপনি ঠিক করবেন আপনি EURUSD 1 লটে Buy দিবেন তখন আপনার রিকুয়েস্টটি ব্রোকারদের মধ্য দিয়ে লিকুডিটি প্রোভাইডার A অথবা B এর কাছে যাবে। এই কারনেই এধরনের ব্রোকারদের স্প্রেড ফিক্সড থাকে না। যদিও কিছু কিছু STP ব্রোকার তাদের স্প্রেড ফিক্সড রাখে কিন্তু বেশিরভাগেই VARIABLE spreads থাকে।

ECN broker কি? নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।

এই ক্লায়েন্টদের মধ্যে banks, retail traders, hedge funds এবং অন্য ব্রোকার ও থাকতে পারে। এ ধরনের ব্রোকারে ক্লায়েন্ট, সরাসরি অন্য আরেকজন ক্লায়েন্টের সাথে BUY/SELL এর মাধ্যমে ট্রেড করে থাকে।
ECNs’ ব্রোকাররা তাদের ক্লায়েন্টরা সরাসরি Market Depth দেখতে পারে। তার বুঝতে পারে কোনও পেয়ারে অন্য ট্রেডারদের BUY/Sell পজিশন কেমন। এ ধরনের ব্রোকাররা মূলত COMMISSION এর মাধ্যমে ইনকাম করে থাকে।

Dealing Desk vs. No Dealing Desk ব্রোকারের পার্থক্য

Dealing Desk (Market Maker) No Dealing Desk (STP) No Dealing Desk (STP+ECN)
Fixed Spreads Most have variable spreads Variable spreads or commission fees
Take the opposite side of your trade Simply a bridge between client and liquidity provider A bridge between client and liquidity provider and other participants
Artificial quotes Prices come from liquidity providers Prices come from liquidity providers and other ECN participants
Orders are filled by broker on a discretionary basis Automatic execution, no re-quotes Automatic, no re-quotes
Displays the Depth of Market (DOM) or liquidity information

 


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here