Forex Chart পরিচিতি

6
3921
Different Forex Chart
Different Forex Chart

 Forex Chart পরিচিতি

ফরেক্স ট্রেডিং টার্মিনালে ৩ ধরনের চার্ট পাওয়া যায়।
১. লাইন চার্ট
২. বার চার্ট
৩. ক্যান্ডেলস্টিক চার্ট

এখন আমরা শিখব কিভাবে এই তিন ধরনের চার্টের মানে বুঝা যায়।

Line Chart (লাইন চার্ট)

এই চার্টে, একটি ক্লোজিং প্রাইস থেকে পরের ক্লোজিং প্রাইস পর্যন্ত একটি সহজ লাইনে যুক্ত হয়ে থাকে। আমরা একটি কারেন্সি পেয়ারের একটি নির্দিষ্ট সময়ের প্রাইস মুভমেন্ট এই চার্টের মাধ্যমে দেখতে পারি।
নিচের উদাহরণটি EURUSD এর,

 

Bar Charts (বার চার্ট)

বার চার্টটি লাইন চার্টের থেকে একটু জটিল। এই চার্টে আপনি দেখতে পারবেন Opening এবং Closing প্রাইস তার সাথে দেখতে পাবেন, Highs এবং Lows.
ভারটিক্যাল বারের নিচের অংশ আপনাকে ওই নির্দিষ্ট সময়ের সবচেয়ে কম প্রাইস (Low) নির্দেশ করে অন্যদিকে, এর উপরে অংশ আপনাকে ওই নির্দিষ্ট সময়ের সবচেয়ে বেশী প্রাইস (High) নির্দেশ করে।
ভারটিক্যাল বার নিজে আপনাকে ওই সময়ের নির্দিষ্ট প্রাইস রেঞ্জ নির্দেশ করে।

নিচের উদাহরণটি EURUSD এর,

বিঃদ্রঃ আমরা এখানে অনেকবার “বার” কথাটির উল্লেখ করেছি। এখানে বার হচ্ছে একটি চার্টের এক্তিমাত্র অংশবিশেষ।

 

horizontal hash (বারের নিচের বা পাশের হেশ) হচ্ছে opening price এবং উপরে ডান পাশের হেশ closing price নির্দেশ করে। বার চার্টকে অনেকে আবার “OHLC” চার্টও বলে থাকে, কারন এটা একসাথে Open, Close, High এবং Low একসাথে দেখায়। উপরোক্ত চার্টে,
Open= নিচের বা পাশের লাইন
Close= উপরে ডান পাশের লাইন
High= ভারটিক্যাল লাইনের উপরের অংশ
Low= ভারটিক্যাল লাইনের নিচের অংশ

 

 

Candlesticks Charts (ক্যান্ডেলস্টিক চার্ট)

ক্যান্ডেলস্টিক চার্টও বার চার্টের মতন করে মার্কেট প্রাইসের সবকিছুই একসাথে দেখায় কিন্তু এটা বার চার্টের থেকে দেখতে সুন্দর এবং আরও ভালো করে মার্কেট পজিশন বুঝা যায়।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

পূর্বের আর্টিকেল৩ ধরনের এনালাইসিস পরিচিতি
পরবর্তী আর্টিকেলMACD Indicator কিভাবে ব্যবহার করবেন?
Fx Bangladesh
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

6 কমেন্ট

    • কমেন্টের জন্য ধন্যবাদ। জাপানিজ ক্যান্ডেলস্টিক সম্পর্কিত আমাদের একটি বিস্তারিত ট্রেনিং কোর্স রয়েছে। আপনি চাইলে https://fxbd.co/PXtTD এই লিংক করে কোর্সটিতে অংশ নিতে পারেন।

  1. আমি আপনাদের ইমেইল লিঙ্ক চাচ্ছি আমি এই ফরেক্স চাটের সাথে পরিচিত হতে চাই লিংকে যুক্ত হতে চাই

    • প্রশ্নটি সম্পূর্ণরূপে বোঝা যায়নি। অনুগ্রহ করে আমাদের বিষয়টি ভালো করে বুঝিয়ে বলুন। আমরা চেষ্টা করবো আপনাকে সহায়তা করার।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here