US Dollar Index কিভাবে বুঝবেন?

0
1310
USD Index
USD Index

আগের আর্টিকেলে আমরা, আলোচনা করেছিলাম USD Index কি? এবং এই ইনডেক্স কি কি উপাদান নিয়ে গঠিত। আজকের আর্টিকেলে আমরা এই ইনডেক্স কি বুঝবেন সে বিষয়ে বোঝার চেষ্টা করবো।

অন্যান্য কারেন্সি পেয়ারের মতই এই USD Index এরও একটি নির্দিষ্ট চার্ট রয়েছে। আপনি এই চার্ট থেকে ডলার ইনডেক্স এর মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারবেন। নিচের চার্টটি লক্ষ্য করুন-

US Dollar Index Chartপ্রথমে লক্ষ্য করুন, এই USD Index দিনে ২৪ ঘণ্টা এবং সপ্তাহে ৫দিন হিসাব করা হয়।

এছারাও, এই Index (USDX) এর মাধ্যমে US Dollar এর মানকে 100.000 এর পরিমাপণ পয়েন্টের মাধ্যমে নির্ণয় করা হয়। কিছুই বুঝলেন না! বুঝিয়ে বলছি-

মনে করুন, ডলার ইনডেক্স এর বর্তমান রিডিং হচ্ছে 86.212 । এর অর্থ হচ্ছে, এই ইনডেক্স শুরুর সময় থেকে 13.79% পয়েন্ট কমেছে। (86.212 – 100.000) ।

যদি USD Index এর রিডিং 120.650 হয়, তাহলে বুঝতে হবে শুরুর সময় থেকে এটি 20.65% বেড়েছে (120.650 – 100.00) ।

USD Index শুরু হয় মার্চ, ১৯৭৩ সালে। এই সময় Washington D.C তে বিশ্বের সবচেয়ে বড় বড় রাষ্ট্রের প্রতিনিধিরা একত্রিত হয়ে একটি প্রস্তাবনায় উপনীত হন যার মুল উদ্দেশ্য ছিল, প্রতিটি দেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থার স্বাধীনতা। সেখান থেকেই এই ডলার ইনডেক্স এর উৎপত্তি। যখন ডলার ইনডেক্স শুরু হয়েছিল তখন এটি “base period“ নামে পরিচিত ছিল।

U.S. Dollar Index এর সূত্র

নিচের এই সূত্র অনুযায়ী এই ডলার ইনডেক্স এর ক্যালকুলেট/গণনা করা হয়ে থাকে।

USDX = 50.14348112 × EUR/USD^(-0.576) × USD/JPY^(0.136) × GBP/USD^(-0.119) × USD/CAD^(0.091) × USD/SEK^(0.042) × USD/CHF^(0.036)


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here