USDCAD টেকনিক্যাল এনালাইসিস – August 28, 2020

5
82
USDCAD Technical Analysis For August 28, 2020

FXBangladesh.com – বিগত বেশকিছু দিন ধরে কারেন্সি পেয়ারটি একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে। চলুন প্রথমে চার্ট দেখে নেয়া যাক।

USDCAD Technical Analysis For August 28, 2020 - Price Broken the Channel Range

এটি USD/CAD কারেন্সি পেয়ার এর H1 টাইমফ্রেম এর একটি চার্ট। যেখানে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি চ্যানেল এর রেঞ্জ এর মধ্যেই অবস্থান করছিল যা পূর্বের প্রকাশিত এনালাইসিস অনুসারে চ্যানেল রেঞ্জ সফলভাবে ব্রেকআউট করতে সক্ষম হয়েছে এবং ক্রমশ আমাদের প্রত্যাশিত প্রফিট টার্গেট লেভেল এর দিকে এগিয়ে যাচ্ছে। আশা করছি, যারা ব্রেকআউট হিসাবে SELL এন্ট্রি গ্রহন করেছেন তারা ভালো কিছু পিপ্স এর প্রফিট করতেও সক্ষম হয়েছে।

প্রাইস এর পরবর্তী গন্তব্য স্থল হচ্ছে 1.3037 এর কাছাকাছি। অনুগ্রহ করে যাদের প্রফিটেবল এন্ট্রি রয়েছে তারা এন্ট্রি ক্লোজ করে ফেলতে পারেন কিংবা এন্ট্রি পজিশন ধরে রাখতে পারেন। যদি প্রাইস পুনরায় নতুন কোনও পুলব্যাক করতে সক্ষম না হয় তাহলে পরবর্তী টার্গেট লেভেল হতে পারে 1.2963 এর কাছাকাছি।

ট্রেডিং পরামর্শ –

  • H1 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
  • নতুন করে কোনও BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
  • SELL এন্টির জন্য পসিবল টার্গেট লেভেল হচ্ছে 1.3037 এবং পরবর্তীতে 1.2963 এর কাছকাছি।
  • ঝুঁকি মুক্ত থাকার জন্য, স্টপলস পজিশন পরিবর্তন করে এন্ট্রি লেভেল সেট করে নিন।

Covid19 সতর্কতা 

ইতিমধ্যেই বিশ্বের প্রায় ২২১টি দেশে ছড়িয়ে পড়েছে মহামারি এই ভাইরাস যার কারনে বড় বড় সকল দেশের স্টকমার্কেট এর সুচক কমছে ক্রমান্বয়ে। এমতাবস্থায়, ট্রেডিং এর সময় এবং এন্ট্রি পজিশন কম নেয়ার জন্য অনুরধ করছি আমরা এবং বিদ্যমান কোনও এন্ট্রি স্টপলস ছাড়া না রাখার পরামর্শ প্রদান করছি। কেননা, বিদ্যমান এই পরিস্থিতিতে আমরা যেকোনো ধরনের স্লিপেজ, প্রাইস গ্যাপ, কিংবা বড় ধরনের অস্বাভাবিক মুভমেন্টও দেখতে পারি। সুতরাং, নিজে সতর্ক থাকুন এবং ট্রেডিং এর জন্য পর্যাপ্ত মার্জিন এর ব্যবস্থা করে রাখুন।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।

5 কমেন্ট

  1. I have account In xm Gloval
    But I want to open account in Exness, standard account is good or cent account ,
    MT4 Platform or MT5 Platform which platform is better ,

    fx Bangladesh is very good site i am usefullness by using this site

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here