USDCAD টেকনিক্যাল এনালাইসিস – ডিসেম্বর ১৩

0
87
USDCAD Technical Analysis For December 13, 2018

fxbangladesh.com – গত বেশ কয়েক মাস ধরে USD/CAD কারেন্সি পেয়ার আপট্রেন্ড ধরে রেখেছে এবং এখন পর্যন্ত মার্কেট আপট্রেন্ড এই বিদ্যমান রয়েছে। গত সেপ্টেম্বর ২৮ তারিখ থেকে এই কারেন্সি পেয়ার পর্যায়ক্রমে হাইয়ার লো (Higher Low) এবং হাইয়ার হাই (Higher High) তৈরি করে চলেছে যা মাধ্যমে আমরা একটি ঊর্ধ্বমুখী চ্যানেল (Ascending Channel) অংকন করতে পারি। যা আমাদের প্রাইসের ঊর্ধ্বমুখী অবস্থান প্রদর্শন করে। নিচের চার্ট এর দিকে একটি লক্ষ্য করুন –

USDCAD Technical Analysis For December 13, 2018 - Price is in the Ascending Channel in H4 Time Frame.

H4 টাইমফ্রেম অনুযায়ী USD/CAD পেয়ার ক্রমাগত হাইয়ার লো (Higher Low) এবং হাইয়ার হাই (Higher High) তৈরি করে চলেছে যা তৈরি করে চলেছে যা Ascending Channel এর নির্দেশ করে। যার অর্থ হচ্ছে, প্রাইস এই চ্যানেল এর মধ্যবর্তী রেঞ্জ এর মধ্যে রয়েছে এবং কোনদিকে ব্রেকআউট হওয়া পর্যন্ত এর মধ্যেই থাকবে। বর্তমানে প্রাইসের এই বিদ্যমান রেঞ্জ হচ্ছে 1.3325 থেকে 1.3500 এর মধ্যে অর্থাৎ, প্রায় ১৭৪ পিপ্স । কারেন্সি পেয়ার এর প্রাইস যতদিন পর্যন্ত কোনও ধরনের ব্রেকআউট না করবে ততদিন পর্যন্ত আমরা বাউন্স ট্রেড করবো। অর্থাৎ আপ চ্যানেল এর কাছাকাছি Sell এবং ডাউন চ্যানেল এর কাছাকাছি Buy ।

ট্রেডিং পরামর্শ –

  • এই এনালাইসিসটি শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য।
  • আপ চ্যানেল এর কাছাকাছি Sell এবং ডাউন চ্যানেল এর কাছাকাছি Buy ।
  • যদি প্রাইস 1.3250 এর নিচে ক্লোজ হতে পারে তাহলে ব্রেকআউট হিসাবে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। সেক্ষেত্রে স্টপলস পজিশন থাকবে আপ চ্যানেল এর উপরে।

ঝুঁকি সতর্কতা 

ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।

 

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে।
সম্পূর্ণ নতুন করে তৈরি আমাদের অনলাইন ট্রেনিং প্রোগ্রামে এখনই রেজিস্ট্রেশন করুন। ফরেক্স মার্কেট সম্পর্কিত যেকোনো তথ্য আমাদের Facebook, YouTube এবং Forum থেকে জানুন।
গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

 

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here