fxbangladesh.com – গত বেশ কয়েক মাস ধরে USD/CAD কারেন্সি পেয়ার আপট্রেন্ড ধরে রেখেছিল যা গত জানুয়ারি ২ তারিখ থেকে বিদ্যমান ট্রেন্ড শেষ করে নতুন ট্রেন্ড তৈরি করেছে এবং আমাদের পূর্বের প্রদত্ত ঊর্ধ্বমুখী চ্যানেল (Ascending Channel) ব্রেকআউট করে বর্তমানে ডাউনট্রেন্ডে অবস্থান করছে। শর্টটার্ম ট্রেন্ড অনুযায়ী প্রাইস ক্রমশ হাইয়ার হাই এবং হাইয়ার লো তৈরি করেছে যা একটি ঊর্ধ্বমুখী চ্যানেল (Ascending Channel) এর নির্দেশ করে এবং প্রাইস বর্তমানে এই চ্যানেল রেঞ্জ এর মধ্যেই অবস্থান করছে। চলুন তাহলে চার্ট দেখে নেয়া যাক।
নিচের H4 টাইমফ্রেম এর চার্টটি একটি লক্ষ্য করুন –
উপরোক্ত চার্টে,
নীল লাইন = ঊর্ধ্বমুখী চ্যানেল = 1.3265-1.3340
লাল লাইন = স্টপলস লেভেল = 1.3235
সবুজ লাইন = প্রফিট টার্গেট = 1.3335
H4 টাইমফ্রেম অনুযায়ী USD/CAD পেয়ার বর্তমানে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং শর্টটার্ম ট্রেন্ড অনুযায়ী প্রাইস তার পূর্বের সেল ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে বাই ট্রেন্ডে রয়েছে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস ইতিমধ্যেই আমাদের প্রফিট টার্গেট আরও একবার স্পর্শ করে অবস্থান করছে। যাদের বিদ্যমান কোন BUY এন্ট্রি ছিল তারা চাইলে, প্রফিট ক্লোজ করে বের হয়ে যেতে পারেন। যেহেতু প্রাইস বর্তমানে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত প্রাইস এই চ্যানেল এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবো।
এবার চলুন, একটু বড় টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটির অবস্থান সম্পর্কে জেনে নেয়া যাক।
Daily টাইমফ্রেমে এর ক্যান্ডেল অনুযায়ী, USDCAD কারেন্সি পেয়ার আমাদের পূর্বনির্ধারিত এনালাইসিস অনুযায়ী ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট করে ইতিমধ্যেই আমাদের প্রফিট টার্গেট জোন = 1.3195 স্পর্শ করে এবং বর্তমানে প্রাইস, এই লেভেল এর কাছাকাছি অবস্থান করছে। যাদের বিদ্যমান কোনও সেল এন্ট্রি ছিল, তারা অনুগ্রহ করে প্রফিট ক্লোজ করে দিয়ে দিতে পারেন।
শর্টটার্ম টাইমফ্রেমে, প্রাইস কিছুটা বাউন্স করে পুনরায় কিছুটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী। এমতাবস্থায়, Fibonacci টুল ব্যবহার করে ঠিক কি পরিমান প্রাইস বাউন্স করতে পারে সে সম্পর্কে ধারনা নেয়া যেতে পারে। তবে আমাদের পরামর্শ অনুযায়ী, প্রাইস খুব সম্ভবত Fibonacci Retracement লেভেল 61% এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা অনেকবেশী থাকবে। সুতরাং, এখনই কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন এবং পসিবল সম্ভাব্য সেল এন্ট্রির জন্য প্রস্তুত হউন।
ট্রেডিং পরামর্শ
- এই এনালাইসিসটি শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য।
- BUY এন্ট্রির প্রফিট ক্লোজ করে পরবর্তী মুভমেন্ট এর জন্য অপেক্ষা করা উচিৎ।
- Daily টাইমফ্রেমে BUY এন্ট্রি গ্রহন করা যেতে পারে। যেখানে পসিবল প্রফিট টার্গেট হতে পারে, 1.3370 এর কাছাকাছি এবং স্টপলস লেভেল হচ্ছে, 1.3200 এর কাছাকাছি।
- Daily টাইমফ্রেমে, নতুন করে SELL এন্ট্রি গ্রহনের জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করা উচিৎ হবে। কমপক্ষে ফিব রিট্রেসমেন্ট লেভেল 61% এর প্রাইস = 1.3370 পর্যন্ত অপেক্ষা করা উচিৎ। যদি এই রেঞ্জ এর কাছাকাছি নতুন করে কোনও SELL ক্যান্ডেল দেখা যায় তাহলে, নতুন করে সেল এন্ট্রি গ্রহন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই স্টপলস লেভেল হবে, 1.3441 এর কাছাকাছি।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।