fxbangladesh.com – আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, USD/CAD কারেন্সি পেয়ার পসিবল বাইট্রেন্ড এর থেকে প্রফিট এন্ট্রি লেভেলকে স্পর্শ করেছে এবং সেখান থেকে পুনরায় আবার নিচের দিকে নেমে এসছে। শর্টটার্ম ট্রেন্ড অনুযায়ী কারেন্সি পেয়ারটি এখন পর্যন্ত বাই ট্রেন্ড এর মধ্যে অবস্থান করছে।
নিচের H4 টাইমফ্রেম এর চার্টটি একটি লক্ষ্য করুন –
উপরোক্ত চার্টে,
নীল লাইন = ঊর্ধ্বমুখী চ্যানেল = 1.3287-1.3365
লাল লাইন = স্টপলস লেভেল = 1.3252
সবুজ লাইন = প্রফিট টার্গেট = 1.3377
H4 টাইমফ্রেম অনুযায়ী USD/CAD পেয়ার বর্তমানে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে এবং শর্টটার্ম ট্রেন্ড অনুযায়ী প্রাইস তার পূর্বের সেল ট্রেন্ড পরিবর্তন করে বর্তমানে বাই ট্রেন্ডে রয়েছে। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, প্রাইস ইতিমধ্যেই আমাদের প্রফিট টার্গেট আরও একবার স্পর্শ করে অবস্থান করছে। আশা করছি যারা বাই এন্ট্রি নিয়েছিলেন তারা ইতিমধ্যেই এন্ট্রি ক্লোজ করে ফেলেছেন। নতুন করে কোনও ধরনের BUY এন্ট্রি গ্রহন করার জন্য, অনুগ্রহ করে চ্যানেল এর ডাউন রেঞ্জ পর্যন্ত অপেক্ষা করাই হচ্ছে উত্তম। যেহেতু প্রাইস বর্তমানে একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে, যতক্ষণ পর্যন্ত প্রাইস এই চ্যানেল এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনও ধরনের SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকবো।
এবার চলুন, একটু বড় টাইমফ্রেমে কারেন্সি পেয়ারটির অবস্থান সম্পর্কে জেনে নেয়া যাক।
Daily টাইমফ্রেমে এর ক্যান্ডেল অনুযায়ী, USDCAD কারেন্সি পেয়ার আমাদের পূর্বনির্ধারিত এনালাইসিস অনুযায়ী ঊর্ধ্বমুখী ট্রেন্ডলাইন ব্রেকআউট করে ইতিমধ্যেই আমাদের প্রফিট টার্গেট জোন = 1.3195 স্পর্শ করে। শর্টটার্ম টাইমফ্রেমে, প্রাইস কিছুটা বাউন্স করে পুনরায় কিছুটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশী। এমতাবস্থায়, Fibonacci টুল ব্যবহার করে ঠিক কি পরিমান প্রাইস বাউন্স করতে পারে সে সম্পর্কে ধারনা নেয়া যেতে পারে। তবে আমাদের পরামর্শ অনুযায়ী, প্রাইস খুব সম্ভবত Fibonacci Retracement লেভেল 61% এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা অনেকবেশী থাকবে।
ইতিমধ্যেই প্রাইস, ফিবনাচি টুল এর আমাদের নির্ধারিত রিট্রেসমেন্ট লেভেল এর কাছাকাছি প্রাইস এর থেকে পুনরায় নিচের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। Daily টাইমফ্রেম এর ক্যান্ডেল যদি কোনওভাবে এর পূর্বের লো পয়েন্ট, 1.3285 এর নিচে ক্লোজ করতে সক্ষম হয় তাহলে ধরে নেয়া যেতে পারে, প্রাইস এর পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট টার্গেট হচ্ছে, 1.2900 এর কাছাকাছি। তবে সেক্ষেত্রে অবশ্যই স্টপলস ব্যবহার করতে হবে, 1.3434 এর উপরে।
ট্রেডিং পরামর্শ
- এই এনালাইসিসটি শুধুমাত্র H4 টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য।
- BUY এন্ট্রির প্রফিট ক্লোজ করে পরবর্তী মুভমেন্ট এর জন্য অপেক্ষা করা উচিৎ।
- H4 টাইমফ্রেমে বিদ্যমান চ্যানেল এর রেঞ্জ ব্রেকআউট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ, প্রাইস যদি 1.3285 এর নিচে ক্লোজ হয় তাহলেই কেবল নতুন করে SELL এন্ট্রি গ্রহন করা যেতে পারে। সেক্ষেত্রে, স্টপলস লেভেল হবে, চ্যানেল এর আপ রেঞ্জ প্রাইস লেভেলে।
- Daily টাইমফ্রেমে, ক্যান্ডেল যদি কোনওভাবে এর পূর্বের লো পয়েন্ট, 1.3285 এর নিচে ক্লোজ করতে সক্ষম হয় তাহলে ধরে নেয়া যেতে পারে, প্রাইস এর পরবর্তী সম্ভাব্য মুভমেন্ট টার্গেট হচ্ছে, 1.2900 এর কাছাকাছি।
- স্টপলস ব্যবহার করতে হবে, 1.3434 এর উপরে।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।