Fxbangladesh.com – USD/CAD কারেন্সি পেয়ারটির এনালাইসিস প্রদানের পূর্বে, চার্টে পিছনের অংশটি একটু ভালো করে লক্ষ্য করা যাক। বিগত দুই বছর ধরে এই কারেন্সি পেয়ারটি একটি ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যে অবস্থান করছিল যা শুরু হয় সেপ্টেম্বর ২০১৭ থেকে যেখানে প্রাইস এর সর্বনিম্ন লেভেল ছিল, 1.2080 এবং সেখান থেকে কারেন্সি পেয়ারটি ক্রমাগত হাইয়ার হায় এবং হাইয়ার লো তৈরি করে চলেছে যেখানে প্রাইস এর সরবচ্চ প্রাইস ছিল, 1.3671 (ডিসেম্বর ২০১৮) । এমতাবস্থায়, আমরা যদি চার্ট এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো, কারেন্সি পেয়ারটি একটি গুরুত্বপূর্ণ ঊর্ধ্বমুখী চ্যানেল এর মধ্যে বিদ্যমান যার বর্তমান প্রাইস রেঞ্জ হচ্ছে 1.3293-1.3968 । অর্থাৎ, প্রায় ৬৭০ পিপ্স এর মতন। গত সপ্তাহের ট্রেডিং কার্যদিবসে এই পেয়ারটির প্রাইস, চার্টে বিদ্যমান গুরুত্বপূর্ণ চ্যানেল রেঞ্জ এর সাপোর্ট ব্রেকআউট করে এর নিচেই ক্লোজ হতে সক্ষম হয়। এখন চলুন বড় টাইমফ্রেম এর চার্টে কারেন্সি পেয়ারটির বর্তমান অবস্থান দেখে নেই –
উপরের চার্টটি USD/CAD কারেন্সি পেয়ার এর Daily টাইমফ্রেম এর বর্তমান অবস্থান প্রকাশ করছে। চার্টে দেখতে পাচ্ছেন, কারেন্সি পেয়ারটি ইতিমধ্যেই চ্যানেল এর সাপোর্ট লেভেলকে সফলভাবে ব্রেকআউট করে বর্তমানে এর ঠিক নিচেই অবস্থান করছে। এমতাবস্থায়, চ্যানেল এর সুত্র অনুযায়ী দুই ধরনের ট্রেড করা যেতে পারে-
- বাউন্স ট্রেডিং = প্রাইস এই সাপোর্ট লেভেল থেকে পুনরায় চ্যানেল এর রেসিস্টেন্স লেভেল এর দিকে অগ্রসর হবে অর্থাৎ, বিপরীতমুখী ট্রেন্ড হিসাবে আমরা BUY এন্ট্রি গ্রহন করতে পারি।
- ব্রেকআউট ট্রেডিং = প্রাইস যেহেতু চ্যানেল এর রেঞ্জ ব্রেক করতে সক্ষম হয়েছে সেক্ষেত্রে আমরা নতুন করে SELL এন্ট্রি গ্রহন করতে পারি।
গতসপ্তাহের শেষ কার্যদিবসে USD এর গুরুত্বপূর্ণ কিছু নিউজ প্রকাশিত হয় যার ফলাফল হিসাবে এই কারেন্সি পেয়ারটি একদিনেই প্রায় ৭৩% দরপতন এর শিকার হয়। সুতরাং, মার্কেট কিছুটা পরিমাণ রিট্রেস করারও সম্ভাবনা থেকে যায়। এমতাবস্থায়, সপ্তাহের শুরুতেই নতুন কোনও ধরনের এন্ট্রি গ্রহন না করার পরামর্শ থাকছে। এন্ট্রি গ্রহন করার জন্য, অপেক্ষা করাই হবে উত্তম।
ট্রেডিং পরামর্শ –
- Daily টাইমফ্রেম এর জন্য প্রযোজ্য হবে।
- এনালাইসিস এর সময়কাল হবে এই সপ্তাহ।
- নতুন করে কোনও ধরনের BUY/SELL এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- যাদের বিদ্যমান সেল এন্ট্রি রয়েছে সেটিকে ধরে রাখার পরামর্শ থাকছে।
- নতুন করে BUY এন্ট্রি গ্রহন করার জন্য, 1.3400 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান থাকা বাধ্যতামূলক।
- নতুন করে SELL এন্ট্রি গ্রহন করার জন্য, 1.3200 এর নিচে ক্যান্ডেল ক্লোজ এবং এর অবস্থান থাকা বাধ্যতামূলক।
- পসিবল প্রফিট টার্গেট লেভেল হচ্ছে, প্রায় ৪০০ পিপ্স এর মতন
- স্টপলস = রিস্ক রেশিও হিসাব করে স্টপলস ধরে রাখার পরামর্শ থাকছে।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা: কমিউনিটি পোর্টাল
ফরেক্স ট্রেডিং, আর সহজ এবং নিজেদের জ্ঞান এর পরিধি আরও সম্প্রসারনের জন্য আমরা নিয়ে এসেছি “মেম্বারশিপ পোর্টাল” যেখানে সকল ধরনের নতুন এবং পুরাতন টেডার নিজদের মতামত, এনালাইসিস, বিভিন্ন বিষয় এর উপর আলোচনা করার মাধ্যমে একে অন্যের সাথে নিজ নিজ জ্ঞান শেয়ার করে নিতে পারবনে। অর্থাৎ, এই পোর্টাল এর মাধ্যমে আমরা চেয়েছি ফরেক্স ট্রেডিং সংক্রান্ত একটি দক্ষ ট্রেডিং কমিউনিটি তৈরি করতে যাতে করে ট্রেড সম্পর্কে জানতে এবং শিখতে আরও সহজতর হয়। ফ্রি একাউন্ট রেজিস্টার করে নিন এখনই। – ট্রেডিং কমিউনিটি ।