FXBangladesh.com – এই মাসের শুরুর দিকে অর্থাৎ ডিসেম্বর এর শুরু থেকে USDJPY কারেন্সি পেয়ারটি একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে। যেখানে 01 Dec এর প্রাইস সর্বোচ্চ লেভেল ছিল 109.70 এবং সেখান থেকে প্রাইস পুনরায় নিচের দিকে নেমে সর্বনিম্ন লেভেল 108.45 অসংখ্যবার আসে কিন্তু এই লেভেলটি ব্রেক করতে সক্ষম হয় না। পরবর্তীতে 19 Dec প্রাইস পুনরায় নতুন একটি সর্বোচ্চ লেভেল 109.70 স্পর্শ করে সেখান থেক কিছুটা নিচের দিকে নেমে আসে। চলুন একটু চার্ট ভালো করে দেখা নেয়া যাক –
উপরের চার্টটি USDJPY কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেম এর একটি চার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি, কারেন্সি পেয়ারটি অসংখ্যবার প্রাইস লেভেলে এসে সেটিকে ব্রেক করতে না পেরে পুনরায় নিচের দিকে নেমে এসে বর্তমানে এই লেভেল এর ঠিক কাছাকাছিই অবস্থান করছে। প্রাইস এর এই বর্তমান অবস্থান অনুসারে আমরা একটি পসিবল Rectangle চার্ট প্যাটার্ন এর উপস্থিতি দেখতে পারি। আমাদের সর্বশেষ এনালাইসিস অনুযায়ী, বিদ্যমান এই এন্ট্রি ধরে রাখার পরামর্শ প্রদান করছি। ব্রেকআউট হিসাবে প্রাইস এর পরবর্তী মুভমেন্ট হতে পারে 107.00 এর কাছাকাছি। যেখানে প্রাইস ইতিমধ্যেই প্রফিট টার্গেট লেভেল এর কাছে যেয়ে পুনরায় এন্ট্রি পজিশন এর কাছেই অবস্থান করছে। বিদ্যমান মার্কেট পজিশন অনুযায়ী, যারা সেল এন্ট্রি গ্রহন করেছিলেন তারা অনুগ্রহ করে অপেক্ষা করুন এবং পজিশন ধরে রাখুন।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- শক্তিশালী সাপোর্ট লেভেল – 108.40 (ইতিমধ্যেই ব্রেক হয়ে গেছে)
- নতুন করে BUY এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন।
- যাদের বিদ্যমান SELL এন্ট্রি রয়েছে সেটিকে ধরে রাখুন। প্রাইস এর পরবর্তী টার্গেট লেভেল হচ্ছে 107.00 এর কাছাকাছি।
- নতুন করে SELL এন্ট্রির জন্য পসিবল এন্ট্রি লেভেল হচ্ছে 109.40 এর কাছাকাছি।
- বিদ্যমান সেল এন্ট্রির জন্য পসিবল স্টপলস লেভেল হচ্ছে 108.60 এর উপরে ক্যান্ডেল এর ক্লোজ এবং অবস্থান।
যুদ্ধ পরিস্থিতির সতর্কতা
যুক্তরাষ্ট্র এর সাথে মধ্যপ্রাচ্য এর দেশ ইরান এর যুদ্ধ-পরিস্থিতি। বিগত শুক্রবার, বাগদাদে যুক্তরাষ্ট্রের এয়ার স্ট্রাইক এর কারনে নিহত হন, ইরানের কুদস বাহিনীর প্রধান কাসিম সোলায়মানি যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি। বিদ্যমান এই যুদ্ধ পরিস্থিতি, সামগ্রিকভাবে ব্যাহত হচ্ছে বিশ্ব অর্থনীতি এবং যার প্রভাব আমরা সরাসরি পাচ্ছি ফরেক্স মার্কেটে। এই সময় যেকোনো কিছুই হতে পারে। সুতরাং ট্রেডিং এর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অনুসরন করার পরামর্শ থাকছে।
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা