FXBangladesh.com – এই মাসের শুরুর দিকে অর্থাৎ ডিসেম্বর এর শুরু থেকে USDJPY কারেন্সি পেয়ারটি একটি নির্দিষ্ট রেঞ্জ এর মধ্যে অবস্থান করছে। যেখানে 01 Dec এর প্রাইস সর্বোচ্চ লেভেল ছিল 109.70 এবং সেখান থেকে প্রাইস পুনরায় নিচের দিকে নেমে সর্বনিম্ন লেভেল 108.45 অসংখ্যবার আসে কিন্তু এই লেভেলটি ব্রেক করতে সক্ষম হয় না। পরবর্তীতে 19 Dec প্রাইস পুনরায় নতুন একটি সর্বোচ্চ লেভেল 109.70 স্পর্শ করে সেখান থেক কিছুটা নিচের দিকে নেমে আসে। চলুন একটু চার্ট ভালো করে দেখা নেয়া যাক –
উপরের চার্টটি USDJPY কারেন্সি পেয়ারের H4 টাইমফ্রেম এর একটি চার্ট যেখানে আমরা দেখতে পাচ্ছি, কারেন্সি পেয়ারটি পরপ দুইবার একই প্রাইস লেভেলে এসে কিছুটা নিচীর দিকে নেমে আসে যেখানে আমরা প্রাইস এর এই দুইটি পিক পয়েন্টকে একটি লাইনে যুক্ত করার মাধ্যমে ডাবল টপ ফরমেশন খুজে পেতে পারি। ডাবল প্যাটার্ন একটি বিপরীতমুখী ট্রেন্ড এর নির্দেশক হিসাবে কাজ করে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি, প্রাইস কিছূটা নিচের দিকে নেমে আসতে পারে।
ট্রেডিং পরামর্শ –
- H4 টাইমফ্রেম এর জন্য এনালাইসিসটি প্রদান করা হয়েছে।
- ডাবল টপ চার্ট প্যাটার্ন সংগঠিত হয়েছে।
- এখনই কোনও নতুন BUY / SELL এন্ট্রি গ্রহন না করাই ভালো
- SELL এন্ট্রির জন্য পসিবল এন্ট্রি লেভেল হচ্ছে 109.60-70 এর কাছাকাছি।
- বিপরীতমুখী এই ট্রেন্ড, যদি প্রাইস কোনওভাবে বিদ্যমান টপ লেভেল ব্রেক করতে পারে তাহলে বিদ্যমান এনালাইসিস বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ স্টপলস, 109.80 এর উপরে ক্যান্ডেল ক্লোজ এবং অবস্থান।
- যদি প্রাইস এই লেভেল ব্রেকআউট (109.80) করতে সক্ষম হয় তাহলে পরবর্তী পসিবল টার্গেট হচ্ছে 111.40
ঝুঁকি সতর্কতা
ফরেক্স ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ মাধ্যম। প্রকাশিত এই এনালাইসিস শুধুমাত্র আপনাকে মার্কেটের বিদ্যমান একটি ধারণা প্রদানের জন্য দেয়া হয়েছে। শুধুমাত্র, এই এনালাইসিস এর উপর ভিত্তি করেই কোনও ধরনের ট্রেডে এন্ট্রি গ্রহন করা থেকে বিরত থাকুন। আপনার কোনও ধরনের লস/ক্ষতির দায়ভার FX Bangladesh গ্রহন করবে না। বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের Risk Warning আর্টিকেলটি পড়ে নিন।
নতুন সেবা