WesternFX Broker পরিচিতি

6
3093
WesternFX Broker Bangladesh
WesternFX Broker

সম্প্রতি এই ব্রোকার জনিত বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি যেগুলো নিয়ে কাজ করতে গিয়ে জানতে পারেছি এই ব্রোকার আগের মতন গ্রাহক সেবা প্রদান করছে না। এই কারনে ব্রোকারটীকে আমরা স্ক্যাম ব্রোকার হিসাবে চিহ্নিত করেছি। অনুগ্রহ করে এই ব্রোকারে একাউন্ট রেজিস্ট্রেশন, ফান্ড লেনদেন করা থেকে বিরত থাকবেন। স্ক্যাম লিস্ট জানতে পারবেন এই লিংক থেকে – https://fxbd.co/scamlist

লক্ষ্য করুন!

ইতিমধ্যেই এই ব্রোকারটিকে আমরা স্ক্যাম হিসাবে চিহ্নিত এবং তালিকাভুক্ত করেছি। ব্রোকারের বিস্তারিত রিভিউ সংকান্ত তথ্য, উপাত্ত এবং প্রমাণাদি সম্পর্কে বিস্তারিত ভিন্ন একটি আর্টিকেল আলচনা করা হয়েছে। যদি বিস্তারিত জানতে চান, তাহলে অনুগ্রহ করে WesternFX (স্ক্যাম ব্রোকার) রিভিউ আর্টিকেলটি ভাল করে পড়ে নেয়ার অনুরধ থাকছে।

আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

6 কমেন্ট

    • এটি স্ক্যাম ব্রোকার। এই ব্রোকারে একাউন্ট না খুলতে এবং লেনদেন না করার পরামর্শ থাকছে। রেগুলেটেড এবং ভালো ব্রোকার সম্পর্কে জানতে এই লিংক ক্লিক করতে পারেন – https://fxbd.co/exness

  1. আমি কি ভাবে আপনাদের অফিসে যোগাযোগ করবো? আপনাদের অফিসের ঠিকানা দেন প্লিজ।

    • আমাদের ওয়েসবাইটে অফিস লোকেশন প্রদান করা আছে। অনুগ্রহ করে দেখে নিন। তবে বর্তমানে আমাদের সকল অফিসিয়াল কার্যক্রম বন্ধ আছে। আপনার যদি বিশেষ কিছু জানার থাকলে তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে জানাতে পারেন – [email protected]

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here