Fibonacci Retracement এর নির্ভরযোগ্যতা

0
631
Fibonacci retracement Problem

Fibonacci retracement Problem – আগের লেকচারে আমরা শিখেছিলাম সাপোর্ট এবং রেসিস্টেন্স সম্পর্কে এবং আমরা এটাও জেনেছি, কিভাবে Fibonacci লেভেল, প্রাইসের জন্য একটি অস্থায়ী সাপোর্ট এবং রেসিস্টেন্স হিসাবে কাজ করে থাকে।

এখন প্রশ্ন হচ্ছে, সবকিছুই যদি এতই সহজ হত তাহলে “ফরেক্স ট্রেড ঝুঁকি প্রবণ কেন বলা হয়?”

Fibonacci retracements লেভেল সবসময় কাজ করে না। অর্থাৎ আপনি এই লেভেলে যেয়ে এন্ট্রি নিয়েছেন তার অর্থ এই নয় যে আপনার এন্ট্রি সঠিক!

চলুন বিস্তারিত জেনেনেই কেন এই retracements লেভেল সবসময় কাজ করে না। একটি উদাহরণ দেখি,

নিচের চিত্রটি GBP/USD কারেন্সি পেয়ারের একটি H4 এর চার্ট।

আপনি চার্টে দেখতে পাচ্ছেন, মার্কেট ডাউনট্রেন্ডে আছে সুতরাং আপনি Fibonacci retracement বের করে একটি এন্ট্রি নেয়ার সিদ্ধান্ত নিলেন। চার্ট থেকে আপনি এই পেয়ারের সর্বশেষ swing high = 1.5383 এবং swing low = 1.4799 প্রাইসে খুজে পেলেন।

আপনি দেখতে পেলেন, প্রাইস 50.0% লেভেল এর রেসিস্টেন্সকে শক্তিশালী হিসাবে ধরে আছে এবং কয়েকটি কেন্ডেল এই লেভেল এসেই আবার বাউন্স করছে।

আপনিও বুঝলেন, প্রাইসের উপরে ফিরে জাবার সময় শেষ এবং এটি এবার যেকোনো সময় নিচে নেমে যাবে। সুতরাং মনের খুশীতে একটি শর্ট/Sell পজিশনে এন্ট্রি নিলেন।

এবার দেখুন প্রাইস কি করেছে! আপনার যদি ব্যালেন্স ভালো না থাকে তাহলে ট্রেডিং একাউন্ট এবার স্টপ-আউট হয়ে যাবে!

এই চার্ট থেকে বোঝা যাচ্ছে, আপনি যেই swing low থেকে Fibonacci লেভেল ধরেছিলেন, প্রাইস সেই লেভেলকে তার ডাউনট্রেন্ডের শেষ পয়েন্ট বানিয়ে swing high প্রাইস থেকে আরও বেশী উপরে উঠে গেছে।

প্রশ্ন হচ্ছে, এই উদাহরণ থেকে আপনি কি শিখলেন?

Fibonacci retracement লেভেল সবসময়ই আপনাকে সঠিক তথ্য প্রদান করবে তার কোনও নিশ্চায়তা নেই। মাঝে মাঝে 50.0% অথবা 61.8% কিংবা এর থেকেও বেশী লেভেল থেকে প্রাইস বাউন্স করতে পারে।

নতুন ট্রেডারদের সবচেয়ে বেশী সমস্যা হয় Fibonacci retracement এর জন্য Swing High এবং Swing Low খুঁজে বের করতে।

সকল ট্রেডারদের কাছেই প্রাইস চার্ট এক এক রকমের হয়ে থাকে। একজন একজন ট্রেডার এর চার্ট বিশ্লেষণ করার ক্ষমতাও এক এক রকমের হয়ে থাকে। অর্থাৎ, আমরা যেখানে swing high এবং low নির্বাচন করবেন, আপনি সেখানে করবেন না! আপনি নিজের ট্রেডিং কৌশল এবং নিজের ফান্ডামেন্টাল এনালাইসিস এর উপর ভিত্তি করে এই পয়েন্ট খুঁজে নিবেন অন্য কোথাও।

সবশেষে, এই লেভেল নির্ধারণ করার কোনও নির্দিষ্ট সুত্র কিংবা উপায় নেই। বিশেষ করে যখন মার্কেটের ট্রেন্ড স্পষ্ট বোঝা যায় না তখন। মাঝে মাঝে বিষয়টি, সম্পূর্ণভাবে আপনার ধারণা উপর ভিত্তি করে কাজ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

পরবর্তী লেকচারে, আমরা এই Fibonacci retracement লেভেলকে বিভিন্ন কেন্ডেলস্টিক প্যাটার্ন এর সাথে মিলিয়ে ব্যবহার করা নিয়ে আলোচনা করবো।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here