Yen gains further in Asia after CPI data, pound down on politics

0
91

Bangla Forex News- শুক্রবার, ASIA ট্রেডিং সেশনে YEN তাদের national consumer prices নিউজ রিলিজের পর কিছুটা শক্তিশালী অবস্থানে রয়েছে। যেখানে GBP, তাদের পরবর্তী মাসের জাতীয় নির্বাচন এবং রাজনৈতিক কারণে কিছুটা দুর্বল মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।

আগামী সপ্তাহের সোমবার, U.S. এবং London তাদের সরকারি ছুটির কারণে বন্ধ থাকবে।

এদিকে, আজকে সকাল পর্যন্ত USD/JPY 0.24% নেমে হাতবদল হয়েছে 111.56, যেখানে AUD/USD, 0.38% নেমে এর বিনিময়হার ছিল 0.7427। অন্যদিকে, GBP/USD, 0.41% নেমে অবস্থান করছে 1.2889।

জাপানের, national consumer prices 0.4% বেড়েছে এবং national core consumer prices বেড়েছে 0.3%।

এদিকে U.S. dollar index, প্রধান ৬ টি কারেন্সির বিপরীতে কিছুটা শক্তিশালী হয়ে আজকে মার্কেটে অবস্থান করছে। শুক্রবার, ASIA ট্রেডিং সেশনে এই ইনডেক্স 0.07% বেড়ে অবস্থান করছে 97.21।


আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।

কপি করুন আমাদের এক্সপার্টদের ট্রেড। জানুন বিস্তারিত

কমেন্ট/প্রশ্ন করুন

Please enter your comment!
Please enter your name here